- Thu Dec 12, 2024 10:12 am#8125
১.মৌখিক পরীক্ষা বোর্ডে ইতিবাচক আচরণ , শারীরিক ভাষা , মানসিক পোক্ততা , চিন্তার গভীরতা , ভদ্রস্থ উপস্থিতি , সাধারণ কাণ্ডজ্ঞান , ইংরেজির দক্ষতা , ঠান্ডা মেজাজ , পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা , বিশ্লেষণী দক্ষতা –এই ব্যাপারগুলো দেখা হয় ।
২. আপনি কী জানেন ,তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জানা- বোঝা সম্পর্কে অন্যের ধারণা কী , সেটি। সাধাররণত একজন প্রার্থীকে দেখার প্রথম ৩০ সেকেন্ডের মধ্যে তাঁর সম্পর্কে যে ধারণা জন্মায় , সেটাই প্রশ্নের ধরনও ঠিক করে দেয়। এটাকে কাজে লাগান।
৩.বিচলতা বা নার্ভাসনেস কাটানোর কিছুটা দায়িত্ব পরিস্থিতির উপর ছেড়ে দিন।
৪. চোখের দৃষ্টি বা আই কন্টাক ঠিক রাখুন । বোর্ডের স্যারদের তাৎক্ষণিক মনোভাব জয় করার জন্য এটা জরুরি।
৫. ঢোকার সময় হাসিমুখে সালাম এবং বের হয়ে যাওয়ার সময় হাসিমুখে ধন্যবাদ ও সালাম দিতে ভুলবেন না। যেন আপনার সঙ্গে দেখা হওয়ারসময় এবং বিদায় নেওয়ার সময় আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়।
৬. দুই ধরনের প্রশ্ন থাকে । তথ্যগত বা ইনফরম্যাটিক এবং নন-ইনফরম্যাটিক ।সাধারণত দ্বিতীয় ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ধরনের উপর বোর্ডের দৃষ্টি বেশি থাকে।
৭. মৌখিক পরীক্ষায় কোনো আলাদা নম্বর হয় না; বরং সব মিলিয়ে পারফরম্যান্সের উপর নম্বর দেওয়া হয়।
৮. আপনি কেন চাকরিটা চাচ্ছেন , সেটার উত্তর তৈরি রাখবেন। ঠিক উত্তর দেওয়ার চেয়েও ঠিকভাবে উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ ।
৯. নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে দেখান । চেহারাটা একটা ভদ্র ভদ্র টাইপের ভাব ফুটিয়ে তুলুন।
২. আপনি কী জানেন ,তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জানা- বোঝা সম্পর্কে অন্যের ধারণা কী , সেটি। সাধাররণত একজন প্রার্থীকে দেখার প্রথম ৩০ সেকেন্ডের মধ্যে তাঁর সম্পর্কে যে ধারণা জন্মায় , সেটাই প্রশ্নের ধরনও ঠিক করে দেয়। এটাকে কাজে লাগান।
৩.বিচলতা বা নার্ভাসনেস কাটানোর কিছুটা দায়িত্ব পরিস্থিতির উপর ছেড়ে দিন।
৪. চোখের দৃষ্টি বা আই কন্টাক ঠিক রাখুন । বোর্ডের স্যারদের তাৎক্ষণিক মনোভাব জয় করার জন্য এটা জরুরি।
৫. ঢোকার সময় হাসিমুখে সালাম এবং বের হয়ে যাওয়ার সময় হাসিমুখে ধন্যবাদ ও সালাম দিতে ভুলবেন না। যেন আপনার সঙ্গে দেখা হওয়ারসময় এবং বিদায় নেওয়ার সময় আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়।
৬. দুই ধরনের প্রশ্ন থাকে । তথ্যগত বা ইনফরম্যাটিক এবং নন-ইনফরম্যাটিক ।সাধারণত দ্বিতীয় ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ধরনের উপর বোর্ডের দৃষ্টি বেশি থাকে।
৭. মৌখিক পরীক্ষায় কোনো আলাদা নম্বর হয় না; বরং সব মিলিয়ে পারফরম্যান্সের উপর নম্বর দেওয়া হয়।
৮. আপনি কেন চাকরিটা চাচ্ছেন , সেটার উত্তর তৈরি রাখবেন। ঠিক উত্তর দেওয়ার চেয়েও ঠিকভাবে উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ ।
৯. নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে দেখান । চেহারাটা একটা ভদ্র ভদ্র টাইপের ভাব ফুটিয়ে তুলুন।