- Sun Dec 08, 2024 7:31 pm#8103
অষ্টম জাতীয় বেতন কাঠামো অর্থাৎ চাকরি (বেতন ও ভাতাদি ) আদেশ , ২০১৫. অনুযায়ী , একজন জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারের বেতন স্কেলের সাধারণত ৫ম গ্রেডে বেতন পেয়ে থাকেন। এই গ্রেডে তিনি ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা পর্যন্ত মূল বেতন পেয়ে থাকেন । এর সাথে বাড়ি ভাড়া , চিকিৎসা ভাতা , ভ্রমণ ভাতা , বিনোদন ভাতা , মালি, ধোপা খরচসহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন ।