Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7717
১.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কি?-পিতা -শেখ লুৎফর রহমান, মাতা -শেখ সায়েদা খাতুন
২.তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন-১০ জানুয়ারি ১৯৭২ সালে
৪.তিনি কলকাতার কোন কলেজে পড়াশোনা করেন-কলকাতার ইসলামিয়া কলেজ
৫.এক কথায় প্রকাশ :
যে নারীর হাসি সুন্দর =সুস্মিতা
পান করার ইচ্ছা=পিপাসা
সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত =অসমুদ্রহিমাচল
কোথাও উঁচু কোথাও নিচু=বন্ধুর
৬. বাগধারা দিয়ে বাক্য রচনা :
কাঁঠালের আমসত্ত্ব =(অলীক বস্তু) ঐ হাড় কিপটে করবে দান, কাাঁঠালের আমসত্ত্ব আর কি।
দুধের মাছি=(সুসময়ের বন্ধু) সুদিনে দুধের মাছির অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না।
অমাবস্যার চাঁদ =(দুর্লভ বস্তু)=তোমার দেখা পওয়াই ভার , অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ।
আঠারো মাসে বছর = (দীর্ঘসূত্রিতা)=তোমার তো আঠারো মাসে বছর , কোনো কাজই তাড়াতাড়ি হয় না।
৭. গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখ:
সোনার তরী =রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চিতা=কাজী নজরুল ইসলাম
নীল দর্পণ= দীনবন্ধু মিত্র
মেঘনাদবধ কাব্য = মাইকেল মধুসূদন দত্ত
৮.পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?=পদ+হতি।
৯.দিগ্বিজয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?= দিক্ +বিজয়
১০.দুষ্প্রাপ্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি?=দুঃ + পাচ্য
১১.ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি?=ষট্ + যন্ত্র
১২.নিচের কোনটি অশুদ্ধ বানান ?-উচিৎ
১৩.নিচের কোনটি অশুদ্ধ বানান?-প্রতিযোগীতা
১৪.নিচের কোন বানানটি সঠিক?-সুষ্ঠু
১৫.নিচের কোনটি অশুদ্ধ বানান?-ভুমিষ্ঠ
১৬.শশব্যস্ত শব্দটি কোন সমাস ?-কর্মধারয়
১৭.ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?-ধ্বনি
১৮.বহুব্রীহি শব্দটি কোন সমাস?-বহুব্রীহি
১৯,নিচের কোনটি বিশেষণ পদ-সৎ
২০. ভাষার চরিত রূপ কোনটি?-ওদের

    Power Grid Bangladesh PLC, entrusted with the resp[…]

    ১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র। ২. উদ[…]

    ১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০[…]

    ১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার । ২.বাক্যের ক্ষুদ্রতম[…]