Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#7657
১.করিম ও রহিম এর বেতনের অনুপাত ৭:৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?- ১০০০ টাকা
২.একটির সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে ৪০ হয়। সংখ্যাটি কত?-৬
৩. ১ মাইলে কত কিলোমিটার ?- ১.৬ কিলোমিটার
৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?- ৪৪ বছর
৫. একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি ৭৮^০ হলে অপর কোণটি কত?-১০২^০
৬. ১ এর ১০% কত?-০.১
৭. ৫৫^(০ )কোণের পূরক কোণের পরিমাপ কত?-৩৫^০
৮. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?- ৮৯৮
৯. কোনো সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ২৪০০০ টাকা হলে ১/২ অংশের মূল্য কত?-১৬০০০ টাকা
১০.একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার ।এর ভিতরে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে ।রাস্তার ক্ষেত্রফল কত?-৩৮৪ বর্গ কিলোমিটার
১১.৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত?- ৩৭ ডিগ্রি
১২.একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?-২৫%
১৩. ১৯,১৪, ৯, ৪,……………………………তালিকাটির ৬ষ্ঠ সংখ্যাটি কত?—(-৬)
১৪. কোনোআসল ৩ বছরে মুনাফা -আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা -আসলে ১৮৩০ টাকা হয় । বার্ষিক মুনাফার হার কত?-১০.৫%
১৫. এক একর সমান কত বর্গ কিলোমিটার ?-৪০৪৬.৮৬
১৬.কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে।-৩৬
১৭.১ ট্রিলিয়ন লিখতে ১ এর পর কয়টি শূন্য দিতে হবে?-১২ টি
১৮.দুটো সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা .গু ১৮০ হলে প্রথম সংখ্যাটি কত?-৪৫
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2651 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib
    0 Replies 
    2185 Views
    by kajol
    0 Replies 
    1418 Views
    by tasnima
    0 Replies 
    1471 Views
    by mousumi

    Power Grid Bangladesh PLC, entrusted with the resp[…]

    ১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র। ২. উদ[…]

    ১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০[…]

    ১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার । ২.বাক্যের ক্ষুদ্রতম[…]