Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7480
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ও প্রথম নারী স্পিকার কে?
উঃ ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদে টানা তিন সংসদে স্পিকার নির্বাচিত হন কে?
উঃ ড. শিরীন শারমিন চৌদুরী।
প্রশ্নঃ ২০১৮ সালে ৯১তম একাডেমি এ্যাওয়ার্ডস অঙ্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের কোন ছবিটি মনোনয়ন পায়?
উঃ মোস্তফা সারওয়ার ফারুকীর ডুব ছবিটি।
প্রশ্নঃ ২০১৯ সালে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৯৭তম।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তুশিবির কোনটি?
উঃ কক্সবাজারের কুতুপালং (৮,৮৬,৭৭৮ জন উদ্বাস্তু)।
প্রশ্নঃ অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২১ তম।
প্রশ্নঃ বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচক-২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১১৮ তম।
প্রশ্নঃ বর্তমান দেশের ভৌগলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
উঃ ৩টি।
প্রশ্নঃ দেশের তৃতীয় ভৌগলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?
উঃ ক্ষীরসাপাতি আম।
বাংলাদেশে Golden Rice বা সোনালি ধান- এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
উঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)।
প্রশ্নঃ জাতীয় ডাটা সেন্টার বা তথ্য ভাণ্ডার কোথায় অবস্থিত?
উঃ গাজীপুরের কালিয়াকৈর এ।
প্রশ্নঃ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত হবে?
উঃ জুলাই ২০২০ সাল থেকে জুন ২০২৫ পর্যন্ত।
প্রশ্নঃ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট কে?
উঃ আনিশা ফারুক।
প্রশ্নঃ প্লাষ্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ দশম।
প্রশ্নঃ ৭ ফেব্রুয়ারি ২০১৯ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উঃ ২৭১ জন।
প্রশ্নঃ দ্য ফার্মারস ব্যাংকের বর্তমান নাম কী?
উঃ পদ্মা ব্যাংক লিঃ।
প্রশ্নঃ ১৭ ফেব্রুয়ারি ২০১৯ সর্বশেষ অনুমোদিত তিনটি ব্যাংকের নাম কী?
উঃ বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    267 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    948 Views
    by masum
    0 Replies 
    823 Views
    by tamim
    0 Replies 
    623 Views
    by mousumi

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]