Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6830
জাতিসংঘ
১.জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা কবে স্বাক্ষরিত হয়?
-১২ জুন ১৯৪১।
২.জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক ঘোষণা স্বাক্ষরিত হয় কবে?
-১৪ আগস্ট ১৯৪১।
৩.জাতিসংঘের নামকরণ করেন কে?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ।
৪.জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে ১৯৪৩ সালে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়?
-তেহরান, ইরান।
৫.জাতিসংঘের খসড়া সনদ কবে প্রণয়ন করা হয়?
-১৯৪৪ সালে।
৬.জাতিসংঘ গঠনের প্রস্তাব কবে গৃহীত হয়?
-১৯৪৪ সালে।
৭.জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে?
-২৬ জুন ১৯৪৫।
৮.জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে?
-২৪ অক্টোবর ১৯৪৫
৯.জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
-২৪ অক্টোবর ।
১০.জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী দেশসমূহ কী কী?
-চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
১১.জাতিসংঘ নামটির উদ্ভাবক বা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ।
১২. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
-ডব্লিউ হ্যারিসন।
১৩.জাতিসংঘের সদর দপ্তরের জমি দান করেন কে?
-জন ডি রকফেলার জুনিয়র।
১৪.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
১৫.জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
১৬.জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?
-৬টি।
১৭.জাতিসংঘের আয়ের উৎস কি?
-সদস্য দেশসমূহের চাঁদা।
১৮.সদস্য দেশ সর্বোচ্চ কি পরিমাণ চাঁদা জাতিসংঘকে প্রদান করতে পারে?
-মোট বাজেটের ২৫%
১৯.জাতিসংঘের বাজেট কত বছরে একবার ঘোষিত হয়?
-দু বছরে একবার।
২০.জাতিসংঘের ওয়েস্ট কোর্ট গার্ডেনের নাম কী?
-শান্তি ঘন্টা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    290 Views
    by raihan
    0 Replies 
    250 Views
    by masum
    0 Replies 
    962 Views
    by shanta
    0 Replies 
    23378 Views
    by shanta
    0 Replies 
    1134 Views
    by bdchakriDesk

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]