Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6807
জাতিপুঞ্জ
১.কোন চুক্তির মাধ্যমে লীগ অব নেশনস এর গোড়াপত্তন হয়?
-ভার্সাই চুক্তি।
২.ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-২৮ জুন ১৯১৯ সালে।
৩.মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রদত্ত ১৪ দফার কত নং দফায় জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ রয়েছে?
-১৪ নং দফায়।
৪.লীগ অব নেশনস কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯১৯ সালে।
৫.লীগ অব নেশনস এর বিভাগ বা অঙ্গ ছিল কতটি?
-৩টি।
৬.লীগ অব নেশনস এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় কবে?
-১৬ জানুয়ারি ১৯২০ ।
৭.লীগ অব নেশনস এর প্রথম অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয় কবে?
-১৫ নভেম্বর ১৯২০ সালে।
৮.জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন কে?
-যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
৯.জাতিপুঞ্জের সদরদপ্তর কোথায় ছিল?
-জেনেভা, সুইজারল্যান্ড।
১০.জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে?
-স্যার এরিক ড্রামন্ড।
১১.লীগ অব নেশনস কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
-২০ এপ্রিল ১৯৪৬।

অছি পরিষদ
১.অছি পরিষদের মূল কাজ কি ছিল?
-উপনিবেশের অধীন দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করা।
২.অছি পরিষদ গঠন করা হয় কখন?
-১৯৪৫ সালে।
৩.অছি পরিষদের কর্মকান্ডের সফল পরিসমাপ্তি ঘটে কবে?
-১৯৯৪ সালে।

জাতিসংঘের উপ-মহাসচিব
নাম – দেশ
লুইসি ফ্রেশেট – কানাডা
মার্ক ম্যালোচ ব্রাউন – ব্রিটেন
মিস আশা রোজি মিগিরো – তানজানিয়া
জন এলিয়াসন – সুইডেন
আমিনা মোহাম্মদ – নাইজেরিয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    301 Views
    by raihan
    0 Replies 
    259 Views
    by masum
    0 Replies 
    979 Views
    by shanta
    0 Replies 
    23411 Views
    by shanta
    0 Replies 
    1195 Views
    by bdchakriDesk

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]