Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6576
১. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ।
২. বাংলাদেশের মোট রাষ্ট্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা? ৬৭৬ জন।
বি:দ্র:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত চার খুনির মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্ভবত এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি।
৩. মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়?১৫ ই ডিসেম্বর ১৯৭৩।
৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি ভূষিত করা হয়? ৬৮ জন।
৫. বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? বীর উত্তম।
৬. সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? ৭ জনকে।
৭. বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন? ১৭৫ জন।
৮. বীরপ্রতীক উপাধি লাভ করেন? ৪২৬ জন।
৯. বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর? ৩ জন।
১০. সেনাবাহিনী কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদক প্রাপ্ত হয়েছেন? ৪৯
১১. বিমান বাহিনীর কতজন সদস্য বীর উত্তম পদক প্রাপ্ত হয়েছেন?৬ জন।
১২. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন ?মুন্সী আব্দুর রউফ।
১৩. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর পদবী কি ছিল? ল্যান্স নায়েক।
১৪. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন ?ভোলা।
১৫. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
১৬. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়? নরসিংদী।
১৭. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
১৮. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়? ২৪ জুন ২০০৬
১৯. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাধিস্থ করা হয় ?ঢাকায়।
২০. মতিউর রহমানের ওপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম? অস্তিত্বে আমার দেশ.
২১. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের গ্রামের নাম? মহেশখালী।
২২. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কি ছিল ? লান্স নায়েক।
২৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী.
২৪. বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্মস্থান? ঝিনাইদহ।
২৫. সিপাহী হামিদুর রহমান কোথায় শাহাদাত বরণ করেন? মৌলভীবাজারের কমলগঞ্জের দলইতে।
২৬. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? সিপাহী হামিদুর রহমান।
২৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে.
২৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন ?নৌ বাহিনী।
২৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গান বোটের engine room artificer নিযুক্ত ছিলেন? পলাশ
৩০. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন ?বরিশাল।
৩১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরি রত ছিলেন ?সেনাবাহিনী।
৩২. কোন প্রাচীন মসজিদ এর সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত? ছোট সোনা মসজিদ।
৩৩. সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ ?মহিউদ্দিন জাহাঙ্গীর।
৩৪. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা? শহীদুল ইসলাম লালু
৩৫. ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার একমাত্র বীরবিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? উক্যাচিং মারমা।
৩৬. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? ২ জন।
৩৭. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম.
৩৮. সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন? ২
৩৯. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধা? সেতারা বেগম ও তারামন বিবি(১৯৯৬ সালে কাকন বিবি কে বীরপ্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেয়া হয় তবে সরকারিভাবে কোনো গেজেট প্রকাশিত হয়নি)
৪০. কাকন বিবি কে ?মুক্তিযোদ্ধা।
৪১. মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? খাসিয়া.
৪২. কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত? কাকন বিবি।
৪৩. কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? ২০১৫.
৪৪. ২০১৬ সালে কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে? ফেরদৌস প্রিয়ভাষিণী.
৪৫. এ পর্যন্ত ৪০০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার মর্যাদা পেয়েছেন।
যে চার জনের পদক স্থগিত করা হয়েছে তারা হলেন- নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দীন খান।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় নুর চৌধুরীকে বীর বিক্রম, শরিফুল হক ডালিমকে বীর উত্তম এবং রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দীন খানকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল।
১৯৭৩ সালে এ খেতাব দেওয়া হয় এবং এ সংক্রান্ত এক গেজেটে বলা হয় ওই বছরের ১৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]