Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5828
১.মানুষের প্রত্যাহিক জীবনের সকল অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল?
-উৎপাদন।
২.মানুষের উৎপাদিত দ্রব্য যা উৎপাদনকার্যে ব্যবহৃত হয় তাকে কী বলে?
-মূলধন।
৩.চলমান ফ্যাশনের সাথে মিল রেখে যে ডিজাইন করা হয় –
-রুচিসম্মত ডিজাইন
৪.আইসিও সনদপত্রের মানদন্ডের বিবেচনা করা হয় কতটি বিষয়?
-৪টি বিষয়ে।
৫.হাসপাতালে কোন লে-আউট ব্যবহৃত হয় তাকে কী বলে?
-প্রসেস লে-আউট।
৬.নিট জাতয়ি উৎপাদন বের করতে জিডিপি থেকে বাদ দেয়া হয় কী?
-অবচয় ব্যয়।
৭.প্রতি টন পণ্যের উৎপাদন ও বিক্রয় যথাযথভাবে মনিটরিং করতে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য উপযোগী সংগঠন কাঠামো কী?
-মেট্রিক্স ।
৮.পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য কী?
-উদ্যোগ গ্রহণ।
৯.সুইজারল্যান্ডে কোন শিল্প গড়ে উঠেছে?
-ঘড়ি শিল্প।
১০.গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়?
-সময়গত উপযোগ।
১১.নির্দিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক ক্লিয়ারিং সেল কর্মসূচি গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?
-ছাড়।
১২.বাংলাদেশে ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
-সামাজিক বাজারজাতকরণ মতবাদ।
১৩.যে অংশীদারি কারবারে শুধু মূলধন যোগান দেয়, কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে কী বলে?
-নিষ্ক্রিয় অংশীদার।
১৪.বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন সহায়তা দেয়?
-কপিরাইট আইন।
১৫.ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি কতটি?
-পাঁচটি।
১৬.ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কার্য পদক্ষেপ কোনটি?
-পরিকল্পনা।
১৭.কার্যকর যোগাযোগে অধিক কার্যকর ভূমিকা রাখে কোনটি?
-ফলাবর্তন।
১৮.কোম্পানি জন্ম সনদ বলা হয় কোনটি?
-নিবন্ধনপত্রকে।
১৯.যে ক্ষেত্রে কর ফাকি দেয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়?
-রাষ্ট্রীয় ব্যবসায় ।
২০.উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
-চ্যালেঞ্জমূলক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]