Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5788
১.আনন্দ বিহার কোন পাহাড়ে অবস্থিত?
-কুমিল্লার লালমাই পাহাড়ে।
২.আনন্দ বিহার কোথায় অবস্থিত?
-শালবন বিহারের দুই মাইল উত্তরে কুমিল্লা জেলার ময়নামতিতে।
৩.সোমপুর বিহারে কোন যুগের তাম্রলিপি পাওয়া গেছে?
-১৫৯ গুপ্তাব্দের বা ৪৭৯ খ্রিষ্টাব্দের।
৪.জগদ্দল বিহার কোথায় অবস্থিত?
-নওগাঁ জেলার ধামাইরহাট থানার জগদ্দল গ্রামে।
৫.উত্তরা গণভবন কে কখন নির্মাণ করেন?
-১৭৪০ সালে রাজা দয়ারাম রায়।
৬.সোনারগাঁওয়ে কী কী নিদর্শন আছে?
-গিয়াস উদ্দিন আজম শাহের কবর, পাঁচ পীরের মাজার এবং হোসেন শাহ নির্মিত একটি মসজিদ ও ঈশা খার স্মৃতি বিজড়িত লোক শিল্প জাদুঘর।
৭.পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে?
-কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।
৮.কবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়?
-১৯ জুন ১৯৬৮ সালে।
৯.৬৯-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কী ছিল?
-আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইউব খানের ক্ষমতা হস্তান্তর।
১০.রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সামসুজ্জোহাকে।
১১.ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় কোথায় কুঠি নির্মাণ করেন?
-কোলকাতা, আহমেদাবাদ, সুরাট, মাদ্রাজ, মুসলিপত্তম, কাশিমবাজার, বালাশোর প্রভৃতি স্থানে ।
১২.পাকিস্তানের প্রথম সামরিক আইন প্রশাসক কে ছিলেন?
-জেনারেল মুহাম্মদ আইয়ুব খান।
১৩.পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
-জেনারেল ইস্কান্দার মির্জা।
১৪.রামসাগর কে কখন তৈরি করেন?
-দিনাজপুরের রাজা ১৭৫০-১৭৫৫ সালে।
১৫.সোনারগাঁও কোথায় অবস্থিত?
-ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে।
১৬.সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?
-নওগাঁ জেলার সোমপুর বিহারের ৩০০ গজ পূর্ব দিকে।
১৭.খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
-মহাস্থানগড়ে।
১৮.মহাস্থানগড়ে কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
-বৌদ্ধ সভ্যতার।
১৯.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
-লর্ড কর্ণওয়ালিস।
২০.ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
-কার্টিয়ার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    823 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]