Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#5459
৪১.4x²+5x-6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় –
-(x+2) (4x-3)
৪২.একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা ৪ বেশি, ভগ্নাংশটি বর্গ করে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা ৪০ বেশি। ভগ্নাংশটি কত?
-৩/৭
৪৩.প্রচলিত পদ্ধতিতে কত সপ্তাহে এক বছর হয়?
-৫২ সপ্তাহ
৪৪.৯০ কোন সংখ্যার ৭৫%?
-১২০
৪৫.হানিফ একটি ঘড়ি ৫৭৫ টাকায় খরিদ করে ৬০০ টাকায় বিক্রয় করে দিল। এতে তার কত লাভ বা ক্ষতি হলো?
-২৫ টাকা লাভ
৪৬.শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
-১০ বছর।
৪৭.তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গয়না তৈরি করা হলো। ঐ গয়নায় তামা ও দস্তার অনুপাত ১:২ দস্তা ও রূপার অনুপাত ৩:৫ । ৩৮ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম দস্তা আছে?
-১০ গ্রাম
৪৮.দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ৬ মিনিটে ১.৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে ১৫ মিনিটে ১.২৫ কিমি যায়। স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ কত?
-১/৬ কিমি
৪৯.৫১০ মিটার লম্বা একটি ফিতা আছে। ৫ ১/১০ মিটার পরিমাপের টুকরা করলে ফিতাটি কত টুকরা হবে?
-১০০
৫০.৮ জন লোকের ১৬ দিনে ৬৪ কেজি চাল লাগে। কতজন লোকের ১০ দিনের জন্য ৭০ কেজি চালের দরকার?
-১৪ জন
৫১.পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত?
-১০০০০০
৫২.নিজাম সাহেবের ৭৫৪৩৯২ টাকা ছিল। তা থেকে তিনি বড় মেয়েকে ২১০৫৬৪ টাকা, ছোট মেয়েকে ২১২৭৫০ টাকা এবং বাকি টাকা স্ত্রীকে দিলেন । তান স্ত্রী কত টাকা পেলেন?
-৩৩১০৭৮ টাকা
৫৩.একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৫৭৬০ বর্গ মিটার। এর দৈর্ঘ্য ৯৬ মিটার হলে প্রস্থ কত?
-৬০ মিটার।
৫৪.একটি ঘোড়ার গাড়রি সামনের চাকার পরিধি ৩ মিটার। পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
-১.২ কিমি।
৫৫.১৫ টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়া ৩০০০ টাকা হলে ৩টি গরুর মূল্য কত?
-১৫০০ টাকা
৫৬.একজন ছাত্র ৫ টাকা দরে ক টি পেন্সিল এবং ৪ টাকা দরে (ক+৪) টি খাতা কিনেছে। মোট মূল্য অনুর্ধ্ব ৯৭ টাকা হলে, সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?
-৯
৫৭.ঢাকা থেকে শ্রীপুরের দূরত্ব ৪৮ কিলোমিটার। দুজন লোক যথাক্রমে ঢাকা ও শ্রীপুর থেকে একই সময়ে রওনা হয়ে ৬ ঘন্টা পরে মিলিত হলো। প্রথম জনের গতিবেগ দ্বিতীয় জনের গতিবেগের ৩ গুন হলে, প্রত্যেকের গতিবেগ কত?
-৬কিমি/ঘন্টা ও ২ কিমি/ঘন্টা
৫৮.নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
-৮/১৫
৫৯.কোনো পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে ও উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
-৫০
৬০.করিম একটি কাজের ১/৩ অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং সে ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। রহিম একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারত?
-৩০ দিন
৬১.মানুষের শরীরের কতভাগ পানি?
-প্রায় ৭০ ভাগ।
৬২.নিচের কোনটি পানিবাহিত রোগ?
-টাইফয়েড।
৬৩.কিসের জন্য জীব নড়াচড়া করতে পারে?
-প্রোটোপ্লাজমের
৬৪.কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তরের?
-ফার্ন।
৬৫.কোনটি শীতকালীন সবজি?
-ফুলকপি।
৬৬.লক্ষ্মণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল?
-নদীয়া
৬৭.সামজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
-অগাস্ট কোঁৎ
৬৮.নব্য প্রস্তর নবপলীয় বিপ্লব বলেছেন কে?
-গর্ডন চাইল্ড
৬৯.সামাজিকীকরণে মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে?
-পরিবার
৭০.বিবাহ হলো –
-সামাজিক প্রতিষ্ঠান
৭১.মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
-আগারগাঁও।
৭২.আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি?
-রাঙামাটি।
৭৩.সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
-সুরমা
৭৪.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
-মহেশখালী
৭৫.বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কী?
-এ এন হামিদুল্লাহ।
৭৬.বিমসটেক কি ধরনের সংগঠন?
-অর্থনৈতিক
৭৭.জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন?
-দ্যাগ হ্যামার শোল্ড।
৭৮.হাজার হ্রদের দেশ কোনটি?
-ফিনল্যান্ড
৭৯.হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত?
-সিন্ধু সভ্যতা
৮০.বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি?
-দক্ষিণ সুদান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5628 Views
    by bdchakriDesk
    0 Replies 
    233 Views
    by shohag
    0 Replies 
    61 Views
    by bdchakriDesk
    0 Replies 
    235 Views
    by tamim
    0 Replies 
    205 Views
    by raja

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]