Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5150
১.ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় কবে?
-২৬ জানুয়ারি ১৯৫০ সালে।
২.ভারতে প্রথমে লোকসভা গঠিত হয়েছিল কবে?
-১৯৫২ সালে।
৩.ভারতের প্রথম প্রাদেশিক মহিলা গভর্নর কে?
-সরোজিনী নাইডু।
৪.নাইটেঙ্গেল অব ইন্ডিয়া বলা হয় কাকে?
-সরোজিনী নাইডুকে।
৫.ভারতের জাতীয় দিবস কী কী?
-২৬ জানুয়ারি, ১৫ আগস্ট ও ২ অক্টোবর।
৬.বোফোর্স অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা কোন দেশের?
-সুইডেনের।
৭.ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কী?
-Minister of External Affairs.
৮.ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Reserve Bank of India.
৯.আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম?
-সপ্তম।
১০.জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান কত?
-দ্বিতীয়।
১১.ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কবে?
-১৮ মে ১৯৭৪ সালে।
১২.বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কী?
-মাওসিনরাম (মেঘালয়, ভারত)।
১৩.পোর্ট ব্লেয়ার দ্বীপটি কোথায় অবস্থিত?
-বঙ্গোপসাগরে।
১৪.বৃহত্তম ফিল্ম ইন্ড্রাস্ট্রি বলিউড কোন শহরে অবস্থিত?
-মুম্বাই।
১৫.গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়?
-ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের।
১৬.নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
-কলকাতায়।
১৭.ভারতের বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত?
-দিল্লিতে।
১৮.আধ্যাত্মিক সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার শরীফ কোথায় অবস্থিত?
-আজমীর।
১৯.ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
২০.ভারত ছাড়া আর কোন দেশ রবীন্দ্রণাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে?
-বাংলাদেশ।
২১.ভারতের জাতীয় পশুর নাম কী?
-বেঙ্গল টাইগার।
২২.ভারতের জনক কে?
-মহাত্মা গান্ধী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]