Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4954
সাংহাই সহযোগিতা সংস্থা
১.SCO এর পূর্ণরূপ কী?
-Shanghai Co-operation Organization.
২. SCO এর প্রতিষ্ঠা কবে?
-১৫ জুন ২০০১ সালে।
৩. SCO এর সদস্য দেশ কতটি?
-৮টি।
৪. SCO এর সদর দপ্তর কোথায়?
-বেইজিং, চীন।

এশীয় সহযোগিতা সংলাপ
১.ACD এর পূর্ণরূপ কী?
-Asian Co-operation Dialogue.
২. ACD কবে প্রতিষ্ঠিত হয়?
-১৮ জুন ২০০২ সালে।
৩. ACD এর বর্তমান সদস্য দেশ কতটি?
-৩৪টি।

কমনওয়েলথ
১.কমনওয়েলথ কী?
-সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠন।
২.কমনওয়েলথ গঠনের ধারণাটি কবে নেয়া হয়?
-১৯ অক্টোবর -২৩ নভেম্বর ১৯২৬ সালে।
৩.কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় কবে?
-১১ ডিসেম্বর ১৯৩১ সালে।
৪.কমনওয়েলথ এর নামকরণ করা হয় কবে?
-২৬ এপ্রিল ১৯৪৯ সালে।
৫.কমনওয়েলথ এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।
৬.কমনওয়েলথ এর বর্তমান প্রধান কে?
-রানী দ্বিতীয় এলিজাবেথ।
৭.কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
-মার্লবরো হাউস, লন্ডন।
৮.কমনওয়েলথ সচিবালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২৫ জুন ১৯৬৫ সালে।
৯.কমনওয়েলথ এর সদস্য সংখ্যা কত?
-৫৪টি।
১০.কমনওয়েলথ এন সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-রুয়ান্ডা।
১১.বাংলাদেশ কবে কমনওয়েলথ এর সদস্য হয়?
-১৮ এপ্রিল ১৯৭২ সালে।
১২.বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
-৩২ তম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]