Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4654
জাতিসংঘ শিশু তহবিল
১.UNICEF এর পূর্নরূপ কী?
-United nations Children’s Fund.
২.এটি কবে প্রতিষ্ঠিত হয়?
-১১ ডিসেম্বর ১৯৪৬ সালে।
৩. UNICEF কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়?
-৬ অক্টোবর ১৯৫৩ সালে।
৪. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৫. UNICEF এর প্রথম নির্বাহী পরিচালক কে?
-মরিস প্যাট।
৬. UNICEF এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-হেনরিটা হোলসম্যান ফোর।

বিশ্ব খাদ্য কর্মসূচি
১.WEP এর পূর্নরূপ কী?
-World Food Programme.
২.বিশ্ব খাদ্য কর্মসূচি এর প্রতিষ্ঠা কবে?
-২৪ নভেম্বর ১৯৬১ সালে।
৩. WEPএর সদর দপ্তর কোথায়?
-রোম, ইতালি।
৪. WEP এর প্রথম নির্বাহী পরিচালক কে?
-আদ্দেকে হেন্দ্রিক বোয়েরম।
৫. WEP এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-ডেভিড বিয়াসলে।

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন
১.UNCTAD এর পূর্নরূপ কী?
-United Nations Conference on Trade and Development.
২.এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৪ সালে।
৩. UNCTAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজার‌ল্যান্ড।
৪. UNCTAD এর প্রধানের পদবী কী?
-মহাসচিব।
৫. UNCTAD এর প্রথম মহাসচিব কে?
-রাহুল প্রিবিস।
৬. UNCTAD এর বর্তমান মহাসচিব কে?
-মুখাহিসা কিটুয়ি (কেনিয়া)।
৭.বর্তমানে UNCTAD এর সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
-৪ বছর।
৮. UNCTAD এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৫টি।
৯. UNCTAD এর ১৯৫ তমসদস্য দেশ কোনটি?
-ফিলিস্তিন।
১০. UNCTAD এর প্রথম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
-২৩ মার্চ-১৬ জুন ১৯৬৪।
১১. UNCTAD এর ১৪ তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-১৭-২২ জুলাই ২০১৬।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]