Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4200
১.বিশ্বে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে?
=লুই ও অগাস্ট লুমিয়ে ভ্রাতৃদ্বয়।
২.উপমহাদেশের প্রথম চলচিত্রের নাম কি?
=আলী বাবা অ্যান্ড ফরটি থিফস।
৩.উপমহাদেশে কত সালে চলচ্চিত্র প্রদর্শিত হয়?
=৭ জুলাই ১৮৯৬ সালে।
৪.প্রথম বাংলা চলচিত্রের নাম কি?
=বিশ্ব মঙ্গল।
৫.টাইটানিক ছবির পরিচালক কে?
=জেমস ক্যামেরুন।
৬.প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার পুরস্কার লাভ করেন?
=বানু আখাইয়া।
৭.কোন বাঙালি চলচিত্র পরিচালক প্রথম অস্কার পুরস্কার লাভ করেন?
=সত্যজিৎ রায়।
৮.সত্যজিৎ রায় কবে অস্কার পুরস্কার লাভ করেন?
=১৯৯২ সালে।
৯.এককভাবে দুটি অস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে?
=এ আর রহমান।
১০.অস্কারের ইতিহাসে প্রথম মরনোত্তর দেয়া হয় কাকে?
=পিটার ফিঞ্চকে।
১১.অস্কারের ইতিহাসে দ্বিতীয় মরণোত্তর পুরস্কার লাভ করেন কে?
=অস্ট্রেলিয়ান হিথ লেজার।
১২.বিশ্বে প্রথম আন্তর্জাতিক চলচিত্র উৎসব কবে?
=১৯৩২ সালে।

জেমস বন্ড চলচিত্র
১.জেমস বন্ড এর স্রষ্টা কে?
=ইয়ান ফ্লেমিং।
২.জেমস বন্ড সিরিজের প্রথম চলচিত্রের নাম কি?
=ডা. নো।
৩.জেমস বন্ড সিরিজের ২৪ তম চলচিত্রের নাম কি?
=স্পেকটর।

হ্যারি পটার সিরিজের চলচিত্র
১.হ্যারি পটার নিয়ে নির্মিত প্রথম চলচিত্রের নাম কি?
=হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন।
২.হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন কে?
=ড্যানিয়েল র‌্যাডক্লিফ।
৩.হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে?
=জে কে রাওলিং।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    662 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]