Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3966
১.প্রথম বিশ্বযুদ্ধ কি নামে খ্যাত?
-The Great War.
২.প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?
-১৯১৪ সালের ২৮ জুলাই এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
৩.প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?
-জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি।
৪.প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল কোন কোন দেশ?
-ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম ও রাশিয়া।
৫.প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশগুলো ছিলো কি কি?
-জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরী ও তুরস্ক।
৬.প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন?
-জেনারেল ফচ।
৭.যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?
-৬ এপ্রিল ১৯১৭ সালে।
৮.প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী কে ছিলেন?
-ভিটোরি আর্লান্ডো।
৯.প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
-উড্রো উইলসন।
১০.প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন?
-বিসমার্ক।
১১.কোন যুদ্ধের প্রেক্ষিতে লীগ অব নেশন্স গঠন করা হয়?
-প্রথম বিশ্বযুদ্ধ।
১২.প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পন করে?
-১১ নভেম্বর ১৯১৮।
১৩.কখন ও কোথায় বিশ্বযুদ্ধের বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
-১১ নভেম্বর ১৯১৮, প্যারিসে।
১৪.কবে, কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়?
-২৮ জুন ১৯১৯, ভার্সাই চুক্তি ।
১৫.প্রথম বিশ্বযুদ্ধের বিরতি চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?
-জার্মানি ও মিত্রপক্ষ।
১৬.প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তির নাম কি?
-প্যারিস শান্তি চুক্তি।
১৭.কত সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিত্রপক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
-১৯১৪ সালে।
১৮.কত সালে অস্ট্রেলিয়া সাবেক জার্মান কলোনিগুলো দখল করে নেয়?
-১৯১৯ সালে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]