Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3509
বাংলাদেশ সম্পর্কিত অপারেশন
অপারেশন সার্চলাইট: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙ্গালিদের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর ও নির্মম হামলা।
অপারেশন জ্যাকপট: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌ শক্তিকে ধ্বংস করার জন্য মুক্তি বাহিনীর পরিচালিত অভিযান।
অপারেশন ক্লোজডোর: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরঅবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।
অপারেশন মান্না: ১৯৯১ সালে বাংলাদেশের উপকূলীয় ঘূর্নীঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা।
অপারেশন সি অ্যাঞ্জেলস: ১৯৯১ সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের পর ত্রান ও পুনর্বাসন কাজে মার্কিন কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন স্ট্রাইকিং ফোর্স: ২০০২ সালে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ নিয়ন্ত্রণের জন্য পরিচালিত অভিযান।
অপারেশন ক্লিনহার্ট: ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।

ভারত-সম্পর্কিত অপারেশন
অপারেশন ব্লস্টার – ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী কর্তৃক শিখদের পবিত্র উপাসনালয় স্বর্নমন্দিরে পরিচালিত সেনা অভিযান।
অপারেশন বিজয় – ১৯৯৯ সালে কারগিল সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিরূদ্ধে ভারতের পরিচালিত অভিযান।

ইরাক – সম্পর্কিত অভিযান
অপারেশন ডেজার্ট স্ট্রম – ১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরূদ্ধে পরিচালিত অভিযান। এটি প্রথম উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত।
অপারেশন ডেজার্ট ফক্স – ১৯৯৮ সালে যুক্তরাস্ট্র ও ব্রিটেনের সম্মিলিত বাহিনী কর্তৃক ইরাকের বিরূদ্ধে পরিচালিত অভিযান।
অপারেশন ইরাকি ফ্রিডম – ২০০৩ সালে ইঙ্গ মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে পরিচালিত সামরিক অভিযান। এটি দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত।

আফগানিস্তান – সম্পর্কিত অপারেশন
অপারেশন অ্যানাকোন্ডা – আফগানিস্তানের দুর্ম পার্বত্য অঞ্চলে তালেবান ও আল কায়দাকে পরাজিত করার জন্য ২০০১ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন এন্ডরি ফ্রিডম: ২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গ মার্কিন বাহিহী কর্তৃক পরিচালিত অপারেশন।

বিবিধ অপারেশন
অপারেশন রেড ডন: ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করার জন্য মার্কিন বাহিনীর পরিচালিত অভিযান।
অপারেশন ওডিসি ডন: ২০১১ সালে লিবিয়ার একনায়ক গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে যৌথবাহিনী পরিচালিত অভিযান।
অপারেশন জেরিনিমো: ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে লাদেনকে হত্যার জন্য মার্কিন বাহিনী পরিচালিত অভিযান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    510 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]