Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3259
#বিজ্ঞান
১। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
—ক্রনোমিটার।
২। দুধে থাকে—
—ল্যাকটিক এসিড।
৩। মানবদেহে মেরুদণ্ডের অস্থি কয়টি?
—২৬টি।
৪। দর্শনের অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় কোন
স্নায়ুর কারণে?
—অপটিক।
৫। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম
কী?
— থাইমোক্সিন।
৬। ইউরিয়া সারে শতকরা কত অংশ নাইট্রোজেন
থাকে?
— ৪৬ শতাংশ।
৭। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল কী?
—গোবর ও পানি।
৮। পানির সংকেত কী?
—H O
৯। পর্যায় সারণিতে পর্যায় কয়টি?
—৭টি।
১০। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
—২।
১১। সবচেয়ে মূল্যবান ধাতু-
—প্লাটিনাম।
১২। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোনটি
থাকে?
—বিষাক্ত কার্বন মনো-অক্সাইড।
১৩। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
—১২।
১৪। মানবদেহে ক্ষুদ্রতম অস্থির নাম কী?
—স্টেপিস।
১৫। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল
অংশের নাম কী?
—রেটিনা।
১৬। অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
—৫-১০ দিন।
১৭। ভিটামিন সির আরেক নাম কী?
—অ্যাসকরবিক এসিড।
১৮। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
— ৯৮.৪০ ফারেনহাইট।
১৯। কোন শাকে লৌহের পরিমাণ বেশি?
— কচুশাকে।
২০। কোন হরমোন রক্তে গ্লুকোজের
পরিমাণ বাড়ায়?
— গ্লুকাগন।
.
ভাষা আন্দোলন কেন্দ্রিক
স্থাপনা
.
ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠান সৃষ্টি
হয়— বাংলা একাডেমি (১৯৫৫ সালে)।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত-
সেগুনবাগিচা, ঢাকা।
Mother Language Lovers of the World -
কানাডা প্রবাসী বহুভাষীজনের সংগঠন।
কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।
দেশের সর্বোচ্চ শহিদ মিনার অবস্থিত-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মোদের গরব ভাষ্কর্য অবস্থিত-বাংলা একাডেমি
চত্বর।
মোদের গরব ভাস্কর্যের স্থপতি— অখিল পাল।
চেতনা-২১ হচ্ছে- ভাষা শহিদদের মুর্যাল চিত্র।
অমর একুশ ভাস্কর্যের স্থপতি- শিল্পী জাহানার
পারভিন।
দেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় -
টোকিও, জাপান।
দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ নির্মিত হয়-
সিডনি, অস্ট্রেলিয়া।
মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহিদ মিনার
নির্মিত হয়- ওমানে।
দেশের বাইরে দ্বিতীয় শহিদ মিনার নির্মিত হয় - কানাডা।

Collected:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    205 Views
    by tasnima
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by raihan

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]