Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#1408
#প্রারম্ভঃ আট ব্যাংক কম্বাইন্ড প্রিলি উওীর্ণদের অভিনন্দন, আর যাদের হয়নি তাদের সামনে অবশ্যই আরো সুযোগ রয়েছে। প্রকৃতপক্ষে রিটেন এক্সামই হচ্ছে যোগ্যতা বিচারের প্রধান মাপকাঠি তাই আপনারা ভাগ্যবান যে নিজেদের সক্ষমতা প্রদর্শনের এমন মঞ্চ পেয়েছেন। পরামর্শ দেওয়ার মত বিজ্ঞ আমি নই শুধু নিজের অভিজ্ঞতার আলোকে কিছু বলার জন্যই এই আয়োজন।

#রিটেন_কৌশলঃ আপ্নারা জানেন রিটেন প্রস্তুতি মূলত ২ ভাগে বিভক্ত। ম্যাথ (৭০) ও ফোকাস রাইটিং (১৩০)।
#ম্যাথঃ ম্যাথ নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা মূলত ম্যাথের পিছনেই বেশি সময় ব্যয় করেন। দুঃখজনক হলেও সত্য আপনাদের এই কৌশল অনেকাংশেই ভুল প্রমাণিত হয়। আপনাদের ধারণা ম্যাথে সলিড নাম্বার তাই অন্যদের থেকে এখানে অনেক লিড নিয়ে নিবেন কিন্তু সত্যি বলতে ভাই সবাই এমনটাই ভাবে ফলে এখন সবাই ই কম বেশি ম্যাথ পারে। অস্ট যেহেতু এক্সাম নিবে তাই আগামী ৬ দিনে সবটা সময় ও যদি ম্যাথ করেন তবুও ৫ টার বেশি ম্যাথ পারবে এমন সংখ্যাটি খুবই নগণ্য হবে সেটা আমি নিশ্চিত। অস্টের প্রশ্নে আপনি যদি ৫ টা পারেন তখন বলতে হবে প্রশ্ন ইজিই হয়েছে আর তখন শতকরা ৬০ ভাগ ক্যান্ডিডেটই ৩/৪ টা পারবে তা অবধারিত। তাই বলে ম্যাথ করবেন না তা বলছি না, বলছি সব পার্টকেই সমান গুরুত্ব দিতে। যাইহোক ম্যাথে যা যা করবেন-
১) অস্ট কর্তৃক নেওয়া এক্সামের সকল ম্যাথ
২) অস্টের পছন্দের টপিকস গুলা আগারওয়াল থেকে।

#ফোকাস_রাইটিংঃ
গত ১ বছরে অস্টের নেওয়া রিটেন এক্সাম গুলা বিশ্লেষণ করলে আমরা দেখব তাদের ফোকাস রাইটিং পার্ট বড় বৈচিএ্যময়। ম্যাথে ১/২ টা রিপিট পাওয়া গেলেও এখানে সবসময় তারা ইউনিক আর বাস্তবতা হল অস্টের নেওয়া রিটেনে ডিটারমাইনিং ইলিমেন্ট হল এই ফোকাস রাইটিং কারণ ম্যাথ তারা কঠিন করবেই তাই মার্ক যা তুলার এখানেই তুলতে হবে।

#লেটার_এপ্লিকেশন_বিজনেসলেটার_এড
িটোরিয়াল (১৫+১৫):
উপরোক্ত প্রতিটা টাইপের ১ টা করে ফরমেট জাস্ট দেখে যাবেন মুখস্থ করবেন না কারণ এগুলা কখনোই কমন পরবেনা।

#ট্রান্সলেশন(১৫+১৫)
শুধু পারলেই হবেনা এখানে দ্রুততার সাথে সবটুকু শেষ করার প্রতি নজর দিতে হবে। ছলে, বলে বা যেকোনো কৌশলে শেষ করতে হবে। মনে রাখবেন এখানেই ম্যাকসিমাম ক্যান্ডিডেট দুর্বল, সেই সুযোগটা কাজে লাগাবেন।

#প্যাসেজ (২০)
এখানে সবাই কম সময় দেয় তাই ধরা খায়। ৪ মার্ক এর প্রতিটা প্রশ্নের জন্য ন্যূনতম ৪ লাইন লিখে আসার মানসিকতা থাকতে হবে তবেই এখান থেকে ১৪-১৫ আশা করা যায়।

#Essay /রচনা(২৫+২৫)
এখানে ভাল মার্কস তুলা মানে আপনাকে আর ঠেকায় কে! তবে কাজটা সহজ নয়। টপিক অনুযায়ী গুছানো তথ্য, কোটেশন, চার্ট, টেবিল, সংক্ষিপ্ত কিন্তু প্রাসঙ্গিক লিখা, প্যারা আকারে প্রেজেন্টেশন, খাতার পরিচ্ছন্নতাই পরীক্ষক কে বাধ্য করবে আপনাকে ভাল নম্বর দিতে। নিচে ১৫ টা টপিকস দেওয়া হল সেগুলা পারলে পড়ে যাবেন। গৎবাঁধা লিখে পাতা ভরালে লাভ হবেনা তাই সূচনাটা আকর্ষনীয় হয় আর বডিতে প্রাসঙ্গিক তথ্য থাকবে এমন ভাবে টপিকস গুলা রেডি করবেন। সবগুলা টপিকস ইংরেজিতে রেডি করবেন কারণ ইংরেজিতে শিখলে বাংলা রচনা আসলে ও দিতে পারবেন।
১) Sexual violence/ Violence against women (নুসরাত হত্যা, নার্স ধর্ষন-হত্যা এসব কারনে হট টপিক)
২) Global climate change & BD (কয়েকদিন ধরে তীব্র দাবদাহ তাই হট টপিক)
৩) Delta plan
৪) Environment Pollution in BD
৫) Raising Economy of BD
৬) ICT in Banking/ Mobile banking/ Agent banking
৭) Cyber security in banking sector
৮) Economic zones & foreign direct investments in BD
৯) Downward trend in agricultural sector of BD
১০) Good governance

কিছু টপিকস বাংলাদেশ এর জন্য সবসময় ইম্পোরটেন্ট
১১)Rohinga Crisis
১২)Road Accidents in BD
১৩) Padma Multipurpose Bridge/Metro Rail
১৪) Digital BD
১৫)Remittance flow in BD.

#পরিশেষঃ
সময় অনেক কম আর সামনে অতই সাগরের মত পড়া, তাই সময় নষ্ট না করে প্রতিটা মূহুর্ত কাজে লাগান মেধার জয় হবেই হবে।
যদি সুযোগ হয় নিজের নোট থেকে কিছু ডাটা আর চার্ট দিয়ে আপনাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ করার প্রয়াস করব। সবার জন্য শুভকামনা।
"Hope for the best, be prepared for the worst"
এতক্ষণ ধৈর্য ধারণ করে অতিদীর্ঘ লিখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

লিখেছেনঃ বাপন রায়
সিনিয়র অফিসার, সোনালি ব্যাংক লিমিটেড
এক্সিকিউটিভ অফিসার, জনতা ব্যাংক লিমিটেড (সুপারিশপ্রাপ্ত)
এক্স-অফিসার, রুপালী ব্যাংক লিমিটেড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    39 Views
    by bdchakriDesk
    0 Replies 
    67 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4433 Views
    by bdchakriDesk
    0 Replies 
    928 Views
    by bdchakriDesk
    0 Replies 
    18812 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]