Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1050
বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি? উঃ নিরঞ্জন (শূন্য পূরাণ)।
ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে? উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? উঃ মনসামঙ্গল।
বেহুলা - লখীনদর >>>> মনসামঙ্গল
কালকেতু, ফুল্লরা , মুরারি শীল ,ভাঁড়ুদত্ত, ধনপতি, খুল্লনা, কলিঙ্গের রাজা>> চন্ডীমঙ্গল(মুকুন্দরাম)।
ঈশ্বরী পাটনী>>>অন্নদামঙ্গল
লাউসেন , হরিশ্চন্দ্র>>> ধর্মমঙ্গল।
রাধা , কৃষ্ণ, বড়াই কোন কা্ব্যের চরিত্র>> শ্রীকৃষ্ণকীর্তন।
অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
নন্দিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
রাইচরণ চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
সুরবালা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
মধুসূদন, কুমুদিনী>>>>>>>>>>>যোগাযোগ( রবীন্দ্রনাথ ঠাকুর)
রতন>>>>>>>>>>>>>> পোস্ট মাস্টার (রবীন্দ্রনাথ ঠাকুর)
সুরবালা>>>>>>>>>>>>>>একরাত্রি(রবীন্দ্রনাথ ঠাকুর)
শর্মিলা, উর্মিলা >>>>>>>দুইবোন (রবীন্দ্রনাথ ঠাকুর)।
প্যাকালে ,মেজবউ,গজালের ,রুবি, আনসার >>>>মৃত্যুক্ষুধা (কাজী নজরুল ইসলাম)
নূরু, মাহবুবার >>>>>>>>>>>>>>> বাঁধনহারা (কাজী নজরুল ইসলাম)।
মানসিংহ, আয়েশা, তিলোত্তমা >> >>>> দৃুর্গেশনন্দিনী (বঙ্কিম)
রোহিনী ও গোবিন্দ লাল চরিত্রটি কোন উপন্যাসের? উঃ কৃষ্ণকান্তের উইল(বঙ্কিম )
নবকুমার ,কপালকুন্ডলা >>>>> (কপালকুন্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ >>>>> বিষবৃক্ষ ।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
শশী, কুসুম, হারু ঘোষ, গোপাল , সেনদিদি>> পুতুল নাচের ইতিকথা (মানিক বাবু)
কুবের চরিত্রের স্রষ্টা কে? উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
জমিলা, মজিদ , আমেনা >>> লালসালু(সৈয়দ ওয়ালীউল্লাহ )।
দূর্গা, অপু, সর্বজয়া, হরিহর >> পথের প্যাচালী (বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)।
হেমাঙ্গিনী ও কেষ্ট,কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
ইন্দ্রনাথ , অভয়া, রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
দেবদাস,পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।
রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
সতীশ ও সাবেত্রী ,কিরণময়ী চরিত্রের স্রষ্টা ? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
কেনারাম, ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ>> দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
জয়গুন, হাসু, মায়মুন >>>>>>>>>>>> সূর্যদীঘল বাড়ী (আবু ইসহাক )
দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী >কে? উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1146 Views
    by sajib
    0 Replies 
    793 Views
    by kajol
    0 Replies 
    199 Views
    by shanta
    0 Replies 
    879 Views
    by shanta
    0 Replies 
    1021 Views
    by kajol

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]