Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6925
অর্থনীতি বিষয়ক তথ্য
১. আধুনিক অর্থনীতির প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
✓✓ব্যষ্টিক অর্থনীতি
✓✓সামষ্টিক অর্থনীতি
২. পৃথিবীতে প্রথমত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান
✓✓ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা
✓✓সমাজতান্ত্রিক ব্যবস্থা
✓✓মিশ্র অর্থব্যবস্থা
✓✓ইসলামী অর্থব্যবস্থা
৩. আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত? অ্যাডাম স্মিথ
৪. অ্যাডাম স্মিথ
✓✓জন্ম ১৭২৩
✓✓মৃত্যু ১৭৯০
✓✓তাঁর রচিত গ্রন্থ "An Inquity into the Nature and Causes of The Wealth of Nations"(1776)
✓✓ক্লাসিক্যাল অর্থনীতি, লেইসে ফেয়ার অর্থনীতির প্রবক্তা
৫. Principles of economics নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা আলফ্রেড মার্শাল
৬. সামষ্টিক অর্থনীতির জনক জন মেনার্ড কেইনস।
৭. অর্থনীতি চর্চা প্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে
৮. পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য শ্রেণিদ্বন্দ্ব
৯. পুঁজিবাদের উদ্ভবের জন্য ধর্মকে একটি কারণ হিসেবে উল্লেখ করেন কে? ওয়েবার
১০. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক দুই ভাগে ভাগ করেছেন? র্যাগনার ফ্রেশ।
১১. অর্থনীতির/অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ
১২. আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন
১৩. কোন অর্থনীতিবীদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে অভিহিত করেছেন ?অ্যাডাম স্মিথ
১৪. কোন অর্থনীতিবীদ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন ?মার্শাল
১৫. অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনৈতিক ছিলেন? ব্রিটেন
১৬. লেইসে ফেয়ার বলতে কী বোঝায়?বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ থাকবে না
১৭. লেইসে ফেয়ার নীতির প্রবক্তা? অ্যাডাম স্মিথ
১৮. অর্থনীতি তে সর্বপ্রথম মার্কিনদের মধ্যে নোবেল পুরস্কার লাভ করেন স্যামুয়েলসন
১৯. দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক? জার্মানি।
২০. কাল মার্কস কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? জার্মানি।
২১. মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন ?যুক্তরাজ্য।
২২. দ্যা পোভার্টি অফ ফিলোসফি গ্রন্থের লেখক? কার্ল
মার্কস
২৩. অর্থনীতির সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা ?কার্ল মার্কস
২৪. সমাজতন্ত্র সম্পর্কে কালমার্সের বিশ্লেষণ কে কি নামে অভিহিত করা হয়? বৈজ্ঞানিক সমাজতন্ত্র
২৫. মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস উক্তিটি কার ? কাল মার্কস

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]