Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5947
কোল্ড ওয়ার:
ঠান্ডাযুক্ত বা স্নায়ুযুক্ত। দুটি দেশের মধ্যে বিশেষ করে শক্তিশালী দেশের মধ্যে আপাতদৃষ্টিতে শান্তি বিরাজ করলেও বাস্তবে দুই দেশ কর্তৃক পরস্পরের বিরুদ্ধে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে প্রচার চালান।
কমিউনিজম:
সাম্যবাদ। শ্রেণিহীন সমাজব্যবস্থা যাতে উৎপাদন বা ভোগে কোনোরূপ ব্যক্তিগত মালিকানা থাকে না। প্রথম দিকে এই ব্যবস্থা সারা পৃথিবীতে জনপ্রিয় হলেও পরবর্তীতে এর গ্রহণযোগ্যতা হারিয়েছে।
কনফেডারেশন:
অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাধীনতা রক্ষার জন্য কতগুলো স্বাধীন রাষ্ট্রের একত্রীকরণ। কনফেডারেশনে সদস্য রাষ্ট্রের বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা থাকে কিন্তু ফেডারেশন তা থাকে না।
কুয়োমিনটাং:
চীনা জাতীয় বিপ্লবী দল।
ক্রস ভোটিং:
শাসক দল অথবা বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেয়।
গণতান্ত্রিক সমাজতন্ত্র:
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনপূর্বক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রে উত্তরণের পদ্ধতি।
গণভোট:
সংবিধানের বিধিবদ্ধ নিয়মের প্রেক্ষিতে রাষ্ট্রের কোনো মূলনীতি কিংবা সংবিধানে উল্লিখিত কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের ভোট গ্রহণকে গণভোট বলে।
ঘেরাও:
ধর্মঘটী জনতা কর্তৃক দাবি আদায়ের উদ্দেশ্যে এক বা একাধিক লোককে আবদ্ধ রাখা।
গান্ধীবাদ:
অহিংস নীতির মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য মহাত্মা গান্ধী প্রচারিত মতবাদ।
চার্জ দ্য অ্যাফেয়ার্স:
রাষ্টদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান।
জাতীয়তাবাদ:
কোনো জাতি বা সমাজের রাজনৈতিক সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে।
জান্তা:
জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারদের দল বা চক্র।
টাস্কফোর্স:
কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়োজিদ স্থল, বিমান, নৌ বাহিনীর সম্মিলিত সৈন্য দল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    164 Views
    by mousumi
    0 Replies 
    732 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]