Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4536
গ্রিনপিস
১.গ্রিনপিস কি?
-আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
২.যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা বন্ধের প্রতিবাদে কবে কোথায় ‘Don’t make a Wave Committee’ গঠিত হয়?
-১৯৭০ সালে, ভ্যাস্কুভার, কানাডা।
৩. ‘Don’t make a Wave Committee’ এর নাম পরিবর্তন করে কবে গ্রিনপিস প্রতিষ্ঠা করা হয়?
-১৯৭১ সালে।
৪.গ্রিনপিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-আমস্টারডাম, নেদারল্যান্ডস।
৫.গ্রিনপিসের যাত্রা শুরু হয় কি দিয়ে?
-পুরাতন মাছ ধরা নৌকা দিয়ে।
৬.নিউজিল্যান্ডে গ্রিনপিসের আঞ্চলিক সদর দপ্তর কোথায়?
-অকল্যান্ড।
৭.হংকংয়ে গ্রিনপিসের আঞ্চলিক সদর দপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯৭ সালে।
৮.গ্রিনপিস ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৬ সালে।

ডব্লিউডব্লিউএফ (WWF)
১. WWF কি বিষয়ক সংস্থা?
-প্রাকৃতিক পরিবেশ রক্ষা বিষয়ক।
২. WWF এর পূর্নরূপ কী?
-World Wildlife Fund.
৩. WWF এর প্রতিষ্ঠা কবে?
-২৯ এপ্রিল ১৯৬১ সালে।
৪. WWF এর সদর দপ্তর কোথায়?
-গ্লান্ড, সুইজারল্যান্ড।
৫. WWF এর পূর্ব নাম কী?
-World Wide Fund for Nature.

আইইউসিএন (IUCN)
১. IUCN কী?
-জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা।
২. IUCN এর পূর্ণরূপ কী?
-International Union for the Conservation of Nature.
৩. IUCN অন্য কি নামে পরিচিত?
-World Conservation Union.
৪. IUCN প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
-১৯৪৮ সালে।
৫. IUCN এর সদর দপ্তর কোথায়?
-গ্লান্ড, সুইজারল্যান্ড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]