Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4281
১.চারদিকে সম্পূর্নভাবে স্থলবেষ্টিত প্রাকৃতিক পানিরাশিকে কি বলে?
-হ্রদ।
২.অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায় কোথায়?
-আঁকা বাঁকা নদীতে।
৩.বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কী?
-কাস্পিয়ান সাগর।
৪.পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
-বৈকাল হ্রদ।
৫.বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত?
-রাশিয়ার সাইবেরিয়ায়।
৬.গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত?
-কানাডায়।
৭.স্বাদু পানির হ্রদের নাম কী?
-বৈকাল হ্রদ।
৮.কোনটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ?
-কাস্পিয়ান সাগর।
৯.আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
-কাস্পিয়ান।
১০.পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?
-এশিয়া।
১১.যুক্তরাষ্ট্রের গ্রেট লেকট বলতে কয়টি হ্রদকে বোঝানো হয়?
-৫টি।

বিশ্বের বৃহত্তম হ্রদ
নাম – অবস্থান – আয়তন (ব. কিমি) – দৈর্ঘ্য (কিমি) – সর্বোচ্চ গভীরতা (মি.)
কাস্পিয়ান সাগর – রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান, ইরান – ৩,৯৫,২৯৯ – ১১৯৯ – ৯৪৬
সুপিরিয়র – যুক্তরাষ্ট্র, কানাডা – ৮২,৪১৪ – ৬১৬ – ৪০৬
ভিক্টোরিয়া – তানজানিয়া, উগান্ডা – ৬৯,৪৮৫ – ৩২২ – ৮২
হুরন – যুক্তরাষ্ট্র, কানাডা – ৫৯,৫৯৬ – ৩৯৭ – ২২৯
মিশিগান – যুক্তরাষ্ট্র – ৫৮, ০১৬ – ৫১৭ – ২৮১
আরল হ্রদ – কাজাখস্তান, উজবেকিস্তান, - ৩৩,৮০০ – ৪২৮ – ৬৮
ট্যাঙ্গানিকা – তানজানিয়া, কঙ্গো – ৩২,৮৯৩ – ৬৭৬ – ১৪৩৫
বৈকাল হ্রদ - রাশিয়া – ৩১, ৫০০ – ৬৩৬ – ১৭৪১
গ্রেট বিয়ার – কানাডা – ৩১,৮০০ – ৩৭৩ – ৮২
নিয়াসা – মালাবি, মোজাম্বিক, তানজানিয়া – ৩০,০৪৪ – ৫৭৯ – ৭০৬
গ্রেট স্লেভ – কানাডা – ২৮,৯৩০ – ৪৮০ – ৬১৪
শাদ – নাইজার, শাদ, নাইজেরিয়া – ২৫,৭৬০ – ৩৯৪ – ৭
ইরি – যুক্তরাষ্ট্র, কানাডা – ২৫,৭১৯ – ৩৮৮ – ৬৪
উইনিপেগ – কানাডা – ২৩,৫৫৩ – ৪২৫ – ৬২
অন্টারিও – যুক্তরাষ্ট্র-কানাডা – ১৯,৪৭৭ – ৩১১ – ২৩৭

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]