Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3133
এক ঘন্টায় সুর্যের ১০ বছর
সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবন সম্ভব করে তুলেছে। কিন্তু খালি চোখে কী সূর্যের দিকে তাকানো সম্ভব? কঠিন এ কাজটিই সহজ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা। ২৪ জুন ২০২০ নাসা সূর্যের এ ভিডিও প্রকাশ করে। নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি (SDO) এক দশক ধরে সূর্যকে বিরতিহীন পর্যবেক্ষণ করে যাচ্ছে। পৃথিবীকে প্রদক্ষিণরত এ মহাকাশযান ২ জুন ২০১০ থেকে ১ জুন ২০২০ পর্যন্ত সূর্যের ৪ কোটি ২৫ লাখ/৪২ কোটি ৫০ লাখ উচ্চমানের ছবি তোলে। এসব ছবি দিয়েই তৈরি করা হয় ভিডিওটি। A Decade of Sun শীর্ষক এ ভিডিওর দৈর্ঘ্য ৬১ মিনিট। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১০ বছর সময়ের প্রতি ১ ঘন্টার একটি করে ছবি নিয়ে সাজানো হয় ভিডিওটি।

পৃথিবীর দিন-রাতের ছবি
৩১ মে ২০২০ নাসা থেকে দুই মহাকাশচারী পাড়ি দেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর থেকেই মহাকাশচারীরা একের পর এক ছবি শেয়ার করেন পৃথিবীর, যা দেখলে অবাক হতে হয়। সম্প্রতি তারা শেয়ার করেন এমন এক ছবি, যেখানে দেখা যাচ্ছে কীভাবে পৃথিবীর একদিকে দিন আর অন্যদিকে রাত হচ্ছে। মহাজাগতিক নিয়ম এমনই। পৃথিবীর এক অর্ধে যখন সূর্যের আলো এসে পড়ে, তখন অন্য অর্ধ থাকে অন্ধকার। মহাকাশ থেকে সে দৃশ্য কেমন লাগে, তাই ধরা পড়ে ক্যামেরায়।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]