Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4287
১.প্রথম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়?
-৭-১১ জুন ১৯৭৫, ইংল্যান্ড।
২.কোন কোন বিশ্বকাপ ক্রিকেটে ৬০ ওভারের খেলা প্রচলিত হয়?
-১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩।
৩.কোন বিশ্বকাপ ক্রিকেট থেকে ৫০ ওভারের ম্যাচ খেলা প্রচলন হয়?
-১৯৮৭ সালে।
৪.প্রথম ১৫ ওভারে বাধ্যতামূলক ফিল্ডিং পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপে?
-১৯৯২ বিশ্বকাপে।
৫.রঙিন পোশাক, সাদা বল, ও দিবারাত্রীর প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে থেকে?
-১৯৯২ সাল থেকে।
৬.২০ ওভারের পাওয়ার প্লে পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপ থেকে?
-২০১১ সালের।
৭.বিশ্বকাপে কে কার এক ওভারে ৬টি ছক্কা অর্থাৎ ৩৬ রান করেন?
-দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, বোলার নেদারল্যান্ডসের ডান ভ্যান বাঙ্গি (২০০৭ সালে)।
৮.বিশ্বকাপ ক্রিকেটে অ্যাম্পায়ার হিসেবে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেন কে?
-ডেভিড শেফার্ড, ইংল্যান্ড।
৯.বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টানা ৪ বার কে আম্পায়ারিং করেন?
-স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ)।
১০.একমাত্র ব্যক্তি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলার পাশাপাশি আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েন কে?
-কুমার ধর্মসেনা (শ্রীলংকা)।
১১.বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ টানা বেশি ম্যাচ জয়লাভ করে?
-অস্ট্রেলিয়া।
১২.বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ কত রান তাড়া করে জয় পায়?
-৩২৯/৭ আয়ারল্যান্ড; ইংল্যান্ডের বিপক্ষে।
১৩.বিশ্বকাপ ক্রিকেটে টানা সর্বাধিক জয় কোন দলের?
-অস্ট্রেলিয়া, ২৫টি।
১৪.বিশ্বকাপ ক্রিকেটে টানা অপরাজিত দল কোনটি?
-অস্ট্রেলিয়া, ৩৭টি ম্যাচে।
১৫.বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটে টানা ৪ সেঞ্চুরী করেন কে?
-কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা); ২০১৫।
১৬.বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বয়ো:জেষ্ঠ্য খেলোয়াড় কে?
-নোলান ক্লার্ক, ৪৭ বছর ২৯৭ দিন।
১৭.বিশ্বকাপ ক্রিকেটে সর্বকণিষ্ঠ খেলোয়াড় কে?
-নীতিশ কুমার।
১৮.বিশ্বকাপ ক্রিকেটে মোট সেঞ্চুরী কত?
-১৯৬টি।
১৯.বিশ্বকাপ ক্রিকেটে টাই ম্যাচ কতটি?
-৫টি।
২০.বিশ্বকাপ ক্রিকেটে মোট এ পর্যন্ত কতটি দেশ অংশগ্রহণ করেছে?
-২০টি।
২১.প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কে ১৭৪ বলে ৩৬ রান করেন?
-সুনীল গাভাস্কার।

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সেঞ্চুরী
নাম – রান – বিপক্ষ – তারিখ
ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) - ১০২ – অস্ট্রেলিয়া – ২১ জুন ১৯৭৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩৮ – ইংল্যান্ড – ২৩ জুন ১৯৭৯
অরবিন্দ ডি সিলভা (শ্রীলংকা) – ১০৭ – অস্ট্রেলিয়া – ১৭ মার্চ ১৯৯৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ১৪০ – ভারত – ২৩ মার্চ ২০০৩
অ্যাডাম গিলক্রিস্ট – ১৪৯ – শ্রীলংকা – ২৮ এপ্রিল ২০০৭
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) – ১০৩* - ভারত – ২ এপ্রিল ২০১১

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]