Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7278
আপনি যেসব বিষয়ে বেশি আগ্রহী, সেসব অঙ্গনে যারা কাজ করেন, তাদের
সঙ্গে কথা বলে জেনে নিন কী কী কাজ তারা করেন, কী ধরনের চাপ তাদের
সইতে হয় এবং সর্বোপরি তারা তাদের কাজটা কতখানি উপভোগ করেন। খুব
ভালো হয়, যদি তাদের কাজের জায়গাটা নিজের চোখে ঘুরে দেখে আসতে
পারেন।

ক্যরিয়ার নির্বাচনে কৌশলী হোন
প্রতিটি মানুষেরই ক্যারিয়ার নিয়ে কিছু নির্দিষ্ট ভাবনা থাকে, লক্ষ্য থাকে।
সেই লক্ষ্যে পৌছানোর জন্য চাই উপযুক্ত গাইড লাইন। আসুন দেখি লক্ষ্যে
পৌছানোর পদক্ষেপগুলো কী হতে পারে-

১. প্রথমে নিজেকে নিয়ে ভাবুন, বোঝার চেষ্টা করুন- আপনি কী কী করতে
পারেন।
২.এখন পর্যন্ত জীবনে কোন ক্ষেত্রে কী অর্জন করেছেন তার একটি তালিকা
তৈরি করুন।
৩.আপনি যে কাজে সবচেয়ে বেশি দক্ষ সেটি তালিকার প্রথমে লিখুন।
তারচেয়ে একটু কম পারেন যেটি, সেটিকে লিখুন। অর্থাৎ খুব ভালো থেকে
কম ভালো- এমনভাবে ক্রমান্বয়ে তালিকাটি সাজান। এই তালিকায় চোখ
বুলিয়ে বলে দিতে পারবেন আপনি কোন কাজগুলো করতে পারবেন। এই
মূল্যায়ন তালিকাই আপনাকে বলে দেবে কোন ধরনের কাজে আপনি
পারদর্শী । এটি আপনাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে ।
৪. এবার আপনি নিজেই ভাবুন এই তালিকার কোন কাজ আপনাকে বেশি
টানে।
৫. আপনার তৈরি করা তালিকা থেকে যে কাজটির প্রতি আপনি বেশি আগ্রহী,
সেটিকে পেশা হিসেবে বেছে নিতে পারেন।
৬. এবার নির্বাচিত পেশা সম্পর্কে খোজখবর নিন। সেই পেশা সম্পর্কে
পড়াশোনা করুন এবং জানুন ।
৭. আপনার মনোনীত পেশা সম্পর্কে নিচের তথ্যগুলো সংগ্রহ করতে পারেন-

* পেশার সংজ্ঞা। .
*এই পেশা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচি ।
*প্রশিক্ষণের মেয়াদ।
*বেতন কাঠামো ।
*কাজের ক্ষেত্র কতটুকু।
*কাজের ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1636 Views
    by Abrar
    0 Replies 
    379 Views
    by kajol
    0 Replies 
    735 Views
    by shanta
    0 Replies 
    342 Views
    by tamim
    0 Replies 
    285 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]