Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7268
আত্মসমালোচনা ও আত্মমূল্যায়নের জন্য মৌলিক বিবেচ্য বিষয়গুলো হতে
পারে এ রকম : প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আমার লক্ষ্য কী? জীবনের চূড়ান্ত

পর্বে কী হতে চান? আজ থেকে ৮/১০ বছর পর আপনি নিজেকে. কোনো
অবস্থানে দেখতে চান? কিভাবে আপনি ওই অবস্থায় উপনীত হতে পারবেন,
নাকি স্বতন্ত্র কোনো স্বাধীন পেশায় নিযুক্ত হতে চান? ওই অভীষ্ট বা পরিকল্পনায়
পৌছতে আপনার আর কোনো ডিগ্রি বা কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দরকার
আছে কিনা।

প্রয়োজন আত্মমূল্যায়ন
লক্ষ্যে পৌছানোর জন্য আপনাকে কি আপনার চলতি জীবনযাত্রা, শিক্ষা
ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতি থেকে সরে আসতে হবে? যদি তাই হয় তাহলে তা
কতটা সম্ভব? তাতে আপনার ক্যারিয়ার কতটা লাভবান বা ক্ষতিগ্রস্থ হবে?

আপনি কেমন কাজ করতে চান- বসে বসে নাকি ঘুরে ঘুরে? কতটা ঘুরতে
চান- শহরের মধ্যেই না গ্রামেও যেতে চান? আপনি কি অন্যের আনুগত্য পছন্দ
করেন? নিদিষ্ট দায়িত্ব বুঝে নেওয়ার পর পূর্ণ স্বাধীনতা পেতে চান? আপনি কি
প্রথা নির্দিষ্ট কাজ করতে ভালোবাসেন? প্রতিনিয়ত নতুন কাজ করতে চান? একা
নাকি দলে কাজ করতে চান? .

উর্ধ্বতন কেউ আপনার কর্মপ্রণালী নির্দিষ্ট করে দিলে কি আপনি বেশি
স্বাচ্ছন্দ্যবোধ করবেন? আপনি কি শুধুই টাকার বিনিময়ে কাজ করতে চান?
আপনি কি আদৌ.কাজ করার ভাবনায় আনন্দ পান? বিশেষ কোনো কাজের জন্য
আপনি কতখানি প্রস্তুত?

আগে যদি কোথাও চাকরি করে থাকেন, সেখানে আপনি কতটা নির্ভরযোগ্য
কর্মী ছিলেন? সে নির্ভরযোগ্যতা প্রমাণ করার উপায় কী? স্কুল-কলেজে পড়ার
সময় লেখাপড়া ছাড়া আর কী কী যোগ্যতা ছিল আপনার? তার সপক্ষে কোনো
প্রশংসাপত্র কি আপনার রয়েছে? সংগঠক হিসেবে বা কোনো বিশেষ প্রকল্পে
নেতৃত্ব দেওয়ার কোনো অভিজ্ঞতা আপনার আছে কি?

আপনার যোগ্যতায় কী কী কাজের সুযোগ রয়েছে? কী ধরনের সংস্থায়
আপনার মতো যোগ্যতাসম্পন্ন ব্যক্তির চাহিদা রয়েছে? সম্ভাব্য বিভিন্ন সংস্থার
সমপদমর্যাদায় বেতন ও কর্মগত সুযোগ-সুবিধা কি সমান? যদি তা না হয়,
তাহলে আপনি কত ভালো বেতন ও কত বড় সংস্থার জন্য নিজেকে প্রস্তুত
করতে পারবেন?

এভাবে নিজের সম্পর্কে যথেষ্ট সুষ্ঠু ও নিরপেক্ষ মৃল্যায়ন করতে হবে।
আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনার জন্য আরো প্রয়োজন-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    651 Views
    by shanta
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]