Page 1 of 1

The Caroline Period: Part-01

Posted: Wed Jan 13, 2021 4:02 pm
by sumon
Duration: 1625-1649
এ যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
This age was named after Charles (I)
Who reigned England from 1625 -1649

Caroline is derived (উৎপত্তি) from “Carolous” Which is Latin version of Charles.
অর্থাৎ ১৬২৫ সালে রাজা প্রথম জেমসের মৃত্যুর পর তার পুত্র প্রথম চার্লস সিংহাসনে আরোহন করেন। তার নামানুসারেই এ যুগের নামকরণ করা হয়। এটি ও Puritan যুগের অন্তর্ভুক্ত, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কাল।

এই সময় ইংল্যান্ডে Cavalies (supporter of king) এবং Roundheads (supporater of parliament) এর মধ্যে civil war চলছিল। এই গৃহযুদ্ধে Cavalier-রা পরাভূত হয় এবং ৩০ জানুয়ারি ১৬৪৯ সালে রাজা প্রথম চার্লসকে ধরে শিরশ্ছেদ করা হয়। (King Charles I was Caught and Publicly beheaded.) তবে সে সময় তার পুত্র দ্বিতীয় চার্লস ফ্রান্সে পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছিলেন।

রাজা প্রথম চার্লস নিহত হলে ইংল্যান্ডের রাজতন্ত্রের পতন ঘটে এবং পরবর্তীতে ১১ বছর (১৬৪৯-১৬৬০) পর্যন্ত ইংল্যান্ডে কোন রাজা ছিলেন না। তবে পার্লামেন্ট বিদ্যমান ছিল।
তৎকালীন রাজতন্ত্রের সমর্থক কবিদেরকে Cavelier poet বলা হয়। তারা Secular (ধর্মনিরপেক্ষ) ছিলেন। এসব কবিদেরকে Sons of Ben (নাট্যকার বেন জনসনের অনুসারী) বলা হয়। এ যুগের বিখ্যাত Cavalier Poet হলেন: Robert Herrick.
Puritan Leader Oliver Cromwell came to power 1649.
এই যুগের আনুষ্ঠানিকভাবে Drama বন্ধ করে দেয়া হয়। কারণ ছিল Puritan attack.
এই যুগেও Metaphysical কবিদের কবিতা বিখ্যাত ছিল।
১৬২৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার সংক্রান্ত Petition of Rights আইন পাস।
১৬৩৩ সালে সম্রাট শাহজাহান ইংরেজদেরকে হরিহরপুরে বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দেন।
১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এ বিখ্যাত Harvard বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
সম্রাট শাহজাহানের পুত্র তথা সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহজাদা সুজা ১৬৪১-১৬৬২ পর্যন্ত বাংলা-বিহারের সুবেদার ছিলেন। সে সময় ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়ে মাত্র তিন হাজার টাকা করের বিনিময়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদানে করেন।

Re: The Caroline Period: Part-01

Posted: Thu Jan 14, 2021 4:23 pm
by sharmin
Thank You Very Much :D

Re: The Caroline Period: Part-01

Posted: Mon Jan 18, 2021 4:33 pm
by akram
Very informative

Re: The Caroline Period: Part-01

Posted: Wed Jan 27, 2021 3:51 pm
by naser
Fantastic :D