Page 1 of 1

The Jacobean Period: Part-02

Posted: Tue Dec 01, 2020 2:19 pm
by afsara
Metaphysical Poetry (মেটাফিজিক্যাল পোয়েট্রি) কী?
এটিকে অনেকে ধর্মতত্ত্বাশ্রয়ী কবিতা’ বলেও মনে করেন। শ্রেক্সপিয়র এবং ক্রিস্টোফার মার্লোর সমসাময়িক কবি জন ডান এ জাতীয় কবিতা প্রথম প্রবর্তন করে। Jacobean Period এর কবিরা Metaphysical Poetry এর জন্য বিখ্যাত।
Meta means beyond (ছাড়া); Physics means physical.
এ জাতীয় কবিতার ফিজিক্যালিটির চেয়ে আধ্যাত্মিকতা, ইমাজিনেশন এবং ধর্মতত্ত্বের আলোচনা বেশি প্রাধান্য পেয়ে থাকে। এ সব কবিতার বিষয়বস্তু হল Abstract (ধর্মতত্ত্বের বা দৈহিক বিষয় থেকে অবমুক্ত)। যেমন: Love, God, Soul, Death etc.
ড. স্যামুয়েল জনসন প্রথম এ যুগের কবিদেরকে Metaphysical Poet হিসেবে আখ্যায়িত করেন।

এ যুগের যেসব Metaphysical Poet দের নিয়ে আমরা আলোচনা করেছি তারা হলেন:
1.Jhon Donne
2.Andrew Marvell
3.Henry Vaughan
4.George Herbert
5.Cowley

Jacobean Period এর কিছু সাহিত্যিক:
1.John Donne: (1572-1631)
Titles:
Father/ Leader of Metaphysical poets
Poet of love
(তবে স্ত্রী এ্যানি ডানের মৃত্যুর পর কবি বহু ধর্মীয় কবিতা লেখেন)
Famous Book: An Anatomy of the world
Famous poems:
The Good Morrow (সুপ্রভাত)
The sun Rising
-এ কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেন।
তবে The Sun Also Rises নামে একটি উপন্যাস লিখেছেন Earnest Hamingway)
Twicknam Garden
The Canonization (প্রবিত্রকরণ)
A Valediction: Forbidding Mourning
(বিদায় বেলায় শোক প্রকাশ নিষিদ্ধ)
The Flea (নীল মাছি)
The Undertaking
For Whom The Bell Tolls
(এর অন্য নাম No man is an Island বা কেউ বিচ্ছিন্ন দ্বীপ নয়। তবে For whom the Bell Tolls নামে আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে)