Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3946
Shakespeare এর সনেট:
He is the innovator (প্রবর্তক) of Shakespearean Sonnet.
তিনি তার অনেক সনেট বন্ধু Earl of Southampton কে উৎসর্গ করেন। তবে তার ২৬টি সনেট তথাকথিত কোন ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত।
Sonnet Style: Three quatrains and couplet (4+4+4+2)
The rhyme scheme (অন্তমিল) of his sonnet: abab, cdcd, efef, gg
Quatrain-A: stanza of four lines.
Quintain-A: stanza of five lines.
Shakespeare এর বিখ্যাত কিছু কবিতা:
i. The Rape of Lucrece (এটি narrative poem)
ii. A Lovers Complaint
iii. The passionate Pilgrim
iv. The Phoenix and the Turtle (ফিনিক্স একটি mythological bird)
v. Venus and Adonis (Narrative poem) (তবে নামে একটি বিখ্যাত elegy লিখেছেন Romantic কবি P B Shelley)
Shakespeare এর বিখ্যাত Tragi-Comedy / problem Play
(a) The Merchant of Venice: (ভেনিসের বণিক, ১৫৯৬-৯৭)
এই নাটকের বিখ্যাত কিছু চরিত্র:
i. Antonio
ii. Shylock (সুদখোর ইহুদী/ Jew userer)
iii. Portia (নায়িকা) তার law trick এর কারণে Antonio বেচে যান সুদখোর ইহুদি Shylock এর হাত থেকে।
iv. Bassanio
v. Jessica
Marchant of Venice এর বিখ্যাত কিছু উক্তি
i. It is a wise father that knows his own child. (তিনিই বিজ্ঞ বাবা যিনি তার সন্তান সম্পর্কে অবগত)
ii. All that glitters is not gold. (চকচক করলেই সোনা হয় না)
iii. Love is blind. (প্রেম অন্ধ)
iv. In sooth, I know not why I am so sad.

(b) All’s well that ends well: (শেষ ভালো যার, সব ভালো তার)
(c) Measure for Measure: (যেমন কুকুর তেমন মুকুর, ১৬০৪-০৫)
এটিকে Dark/Black comedy/Problem play-ও বলা হয়ে থাকে।
“Measure for Measure” is neither a pure tragedy nor a fair comedy. It is a tragi-comedy because it “ends with forced marriages, not necessarily true love.”
এই নাটকের বিখ্যাত কিছু উক্তি
(a) Some rise by sin and some by Virtue fall. (পাপে কারো উত্থান হয় এবং পূণ্যে কারো পতন হয়)
(b) The miserable have no other medicine but only hope. (হতভাগাদের আশা ছাড়া আর কোন নিরাময়যোগ্য প্রতিষেধক নেই)
Shakespeare এর ঐতিহাসিক নাটক:
তিনি তিনজন রাজাকে নিয়ে ১০টি Historical play লিখেছেন।
i. King Henry
ii. King John
iii. King Richard
“uneasy lies the head that wears a crown.” (মুকুট পরিহিত ব্যক্তি স্বস্তিতে ঘুমাতে পারে না)- উক্তিটি Henry (iv) এ আছে।
“Men of few words are the best men.” – Henry (v) (উৎকৃষ্ট মানুষ তারাই যারা কম কথা বলে)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]