Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3307
8.Ben Jonson: (1572-1637)
Father of English Realistic Comedy
Father of Comedy of Humours
(কমেডি অব হিউমার মেডিকেল থিউরির সাথে সম্পর্কিত। দেহত্বকের প্রাচীন চার হিউমার হলো মৌলিক তরল পদার্থ: রক্ত, শ্লেষা, ক্রোধ বা হলুদ পিত্ত,এবং বিষাদ বা কৃষ্ণ পিত্ত। এই পদার্থগুলোর পরমাণ এবং দেহে তাদের উপস্থিত ও মিশ্রণের প্রকৃতি দ্বারা মানুষের শারীরিক ও চারিত্রিক টাইপ নির্ধারিত হয় বলে বিশ্বাস করা হতো। সুস্থ্য চরিত্রের মধ্যে সবকটি উপাদান সুসমন্বিতভাবে উপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে।
তিনি Elizabethan Period এ লেখালেখি শুরু করলেও Jacobean period এ বেশি সুখ্যাতি লাভ করেন। রাজা প্রথম জেমসের আমলে শেক্সপিয়ারের পরে তাকে শ্রেষ্ঠ নাট্যকার মনে করা হয়। মনে রাখুন বেন জনসন বানানে h নেই।
Famous plays of Ben Jonson:
i. Every Man in His Humour
ii. Every Man Out of His Humour
iii. The Silent Women (or Epicoene)
iv. Volpone (ভলপোনি) or the Foxes এ নাটকের অন্যতম চরিত্র Mosca । এটাকে beast fable ও বলা হয়। এ নাটকে মুনাফালোভী মানুষদের নোংরা, বীভৎসরূপ উপস্থাপিত হয়েছে।
v. The Alchemist (তীব্র অর্থ লালসার করুন চিত্র)
9.Thomas Kyd: (1558-1594)
A famous university Wit
Title: Father of English Revenge Tragedy (ইতালীয় নাট্যকার Seneca কে Father of Tragedy বলা হয়)
Famous play of Kyd: The Spanish Tragedy (প্রথম নাটক)
এটিকে Boody Drama বলা হয়। The Spanish Tragedy পড়ে Shakespeare তার Hamlet নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন।
10.Thomas More: (1478-1535)
তাকে রাজা অষ্টম হেনরি শিরশ্ছেদ করেছিলেন। কারণ তিনি অষ্টম হেনরির স্বৈরচারী শাসনের বিরোধী ছিলেন।
Famous book: Utopia (কাল্পনিক স্বর্গরাজ্য)
[A kingdom of no-where; an imaginary island where there is no problem] এটি তিনি ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন।
11.Geoege Chapman: (1559-1634)
তিনি Homer এর মহাকাব্য Iliad এবং Odyssey এর ইংরেজি অনুবাদ করেন। ইলিয়াড একটি গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রীসের ইলিওন শহরের নামানুসারে এ মহাকাব্যের নামকরণ করা হয়েছে। ১৬,০০০ পঙক্তি বিশিষ্ট এই মহাকাব্যের বিষয়বস্তু ট্রয়ের যুদ্ধ যেটি হেলেন নামের এক নারীকে কেন্দ্র করে সংঘটিত হয়। গ্রিকদের সেরা বীর একিলিস এবং ট্রয়ের সেরা বীর হেক্টর । যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী ট্রয়কে জ্বালিয়ে দেয়।
12.Niccolo Marchiavelli: (1469-1527)
Title: Father of Modern political Science
তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছেন।
তার বিখ্যাত গ্রন্থ: The Prince**
সাহিত্যে Machiavellian Character বলতে বোঝায়- selfish character.
Belief of Machiavellin character: The end justifies the means.
During the Italian Renaissance, Niccolo Machiavelli established the emphasis of modern political science on direct empirical observation of political institutions and actors. Machiavelli was also a realist, arguing that even evil means should be considered if they help to create and preserve a desired regime. (অর্থাৎ তিনি ক্ষমতার আরোহণ বা কাক্ষিত সাফল্য লাভের জন্য সকল অবৈধ পন্থাকে বৈধ মনে করতেন)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]