Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3278
Edmund Spenser: (এডমন্ড স্পেন্সার; 1552-1599)
Titles: -Poets’ poet/ The poet of poets/ কবিদের কবি****
(বাংলা সাহিত্যে কবিদের কবি নির্মলেন্দু গুণ)
-The Child of Renaissance and Reformation
-Second Father of English Poetry
-Court Poet / Divine Master / The Prince of Poets
-তার মৃত্যুর পরে বহু কবি সাহিত্যিক বিশেষ করে Romantic যুগের (১৭৯৮-১৮৩২) কবিগণ তার কবিতার Style অনুসরণ করেন । তাই তাকে কবিদের কবি বলা হয় ।
-তিনি Spenserian Sonnet প্রবর্তন করেন।
-তার সনেট সংকলনের নাম -Amoretti ।
স্পেন্সারের বিখ্যাত মহাকাব্যের নাম:
The Faerie Queen (ফেয়ারি কুইন; ভাবার্থ: পরীর ন্যায় সুন্দরী রানী)
-এই রম্য উপ্যাখ্যানটি Allegory হিসেবেও খ্যাত
-Red Cross Knight এই মহাকাব্যের নায়ক এবং Una ছিলেন নায়িকা।
-এর Theme: Patriotism (অসমাপ্ত মহাকাব্য)
-রানী এলিজাবেথের প্রশংসা করে এটি রচিত।
Famous books and poems
(i) The Shepherds Calender (রাখালিয়া বারোমাস্যা)
(ii) The Ruins of Time
(iii) Amoretti (Collection of 89 sonnets)
Sir Philip Sidney’ র মৃত্যু নিয়ে লেখা তার একটি বিখ্যাত pastoral elegy হলো : Astrophel
তার কবরের Epitaph (সমাধিস্তম্ভ-লিপি) এ লেখা আছে, ‘The poet of the poets of his time’.
4.Nicholas Udall: (1505-1556)
Title: Father of English Comedy (মিলনাত্মক নাটক)
First Comedy in English:
Ralph Roister Doister (রালফ রয়েস্টার ডয়েস্টার)
-এটি ব্যর্থ প্রেমের কমেডি; নায়ক-রালফ
-এটি এলিজাবেথের বড় সৎবোন Queen Mary’ র সামনে ১৫৫৩ সালে মঞ্চস্থ হয়।
-উল্লেখ্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসুদনের পদ্মাবতী।
Respublica নামে তার একটি Interlude (গর্ভনাটিকা) আছে।
তবে অনেকেই Jhon Still রচিত Gammer Gurton’s Needle (1533) কেই ইংরেজি সাহিত্যের প্রথম comedy মনে করেন।
5.Sir Thomas Wyatt:
উপাধি: Father of English Sonnet
First Sonneteer in English literature
Earl of Surrey হিসেবে খ্যাত কবি Henry Howard তার Literary Collaborator ছিলেন।
তিনি ইতালিয় কবি Petrarch কে অনুসরণ করতেন এবং তার ধারায় sonnet লিখতেন।
তাদের যৌথ কাব্য- Tottel’s Miscellany (এটিকে First Fruit of Renaissance বলা হয়)
কবি Howard রোমান ভাষায় বিখ্যাত কবি ভার্জিলের Aeneid (ঈনিড) মহাকাব্যের ইংরেজি অনুবাদ করেন।
সনেটের সঙ্গা ২টি:
a) Sonnet is a lyric poem of fourteen lines. The first eight lines are called Octave and the last six lines are called Sestet.
b) Sonnet is a form of poem consisting of three quatrains ending with a rhyming couplet.
সনেটের জনক: ইতালির কবি পেত্রার্ক
বাংলা সনেটের জনক: মাইকেল মধুসূদন দত্ত (চতুর্দশপদী কবিতাবলী)
বাংলা ভাষায় ইতলীয় সনেটের প্রবর্তক : প্রমথ চৌধুরি
6.Sir Philip Sidney: (1554-1586)
A famous critic and was also a poet and soldier
Sidney was one of the leading members of Queen Elizabethan count.
Famous books:
i. The Lady of May
ii. An apology for poetry (এটি একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ)
iii. Arcadia (it is called the embryo of English novel)
7.John Webster: (1580-1634)
তার শ্রেষ্ঠ নাটকগুলো Jacobean যুগে রচিত হয়।
Famous tragedies:
i. The White Devil
ii. The Devil’s Law Case
iii. The Duchess of Malfi
এটি একটি Revenge play
Bosala এই নাটকের কুখ্যাত চরিত্র
Bosola কে Machiavellian/ selfish character বলা হয়।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]