Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7645
১.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের লোক বিদায় শব্দের অর্থ -পাওনা পরিশোধ।
২. অপরিচিতা গল্পের নারী চরিত্র ২ টি- অনুপমের মা ও কল্যাণী।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস -শেষের কবিতা ।
৪. শরৎচন্দ্র চট্টোপধ্যায় যে গল্পের জন্যে কুন্তলীন পুরস্কার পান – মন্দির।
৫. বিলাসী গল্পটি যার জবানিতে রচিত -ন্যাড়া ।
৬. কাজী নজরুল ইসলামের ৩ টি উপন্যাস -বাধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকাভ।
৭.যার নিজের ধর্মে বিশ্বাস আছে , যে নিজের ধর্মের সত্যকে চিনেছে , সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না উক্তিটি – কাজী নজর‌ুল ইসলামের ।
৮. মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থটি -আবুল ফজলের ।
৯. Human dignity বলতে বোঝায় -মানব-মর্যাদা ।
১০. খপরটা কী তাই কও উক্তিটি করেন -পিসি ।
১১. মাসি পিসি গল্পের খলনায়ক -গোকুল।
১২. কারাগারের রোজনামচা বইটির লেখক -শেখ মুজিবর রহমান ।
১৩. বায়ান্নর দিনগুলো তে কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন – মহিউদ্দিন আহমদ ।
১৪. খোয়ারি গল্পগ্রন্থটির রচয়িতা -আখতারুজ্জামান ইলিয়াস ।
১৫. রেইনকোট গল্পটির বিষয়বস্তু -মুক্তিযোদ্ধ ।
১৬. সাম্য গ্রন্থটির লেখক -বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায় ।
১৭. কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন- বঙ্গিমচন্দ্র চট্টোপধ্যায় ।
১৮. বেগম রোকেয়া রচিত উপন্যামস -পদ্মরাগ।
১৯. উপাদেয় শব্দের অর্থ -সুস্বাদু ।
২০. আহবান গল্পের গেয়ালপোরা শব্দের অর্থ – গোয়ালভরা।
২১. বিভূতিভূষণের কালজয়ী উপন্যাস -অপরাজিতা ।
২২. কিউরেটর শব্দের অর্থ -জাদুঘর রক্ষক ।
২৩. প্যারিসের ফরাসি নাম- প্যারী ।
২৪. নেকলেস গল্পটি প্রথম যে ভাষায় রচিত হয়- ফরাসি ।
২৫. অপরিচিতা গদ্যে মনু শব্দের অর্থ -বিধানকর্তা।
২৬. ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপবিশেষ -আনন্দমান দ্বীপ ।
২৭. থার্ড ক্লাস বলতে বর্তমানে বুধায় -অষ্টম শ্রেণি ।
২৮. নারীর মূল্য প্রবন্ধটি -শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের।
২৯. কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন-৪৩ বছর বয়সে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    224 Views
    by mousumi
    0 Replies 
    215 Views
    by tasnima
    0 Replies 
    102 Views
    by rafique
    0 Replies 
    1375 Views
    by bdchakriDesk
    0 Replies 
    150 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]