Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8055
১. ঘোষ ধ্বনি নয়- শ।
২. কোন দুটি অঘোষ ধ্বনি ?-খ, ঝ।
৩.চ- বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় – ঞ।
৪.কোনগুলি ওষ্ঠধ্বনি ?- প, ফ , ব , ভ।
৫. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? – ঢ়।
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?- কার।
৭.হ্ম এর বিশিষ্ট রূপ – হ +ম ।
৮.সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক ? – ক+ষ=ক্ষ।
৯.সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?-জ্ঞ=জ+ঞ।
১০. রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ? – ক+ষ।
১১. ক্ষ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?- ক+ষ।
১২. জ্ঞ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়? – জ+ঞ।
১৩. যে যে বর্ণের সমন্বয়ে ষ্ণ যুক্তবর্ণটি গঠিত হয়েছে , সেগুলো নির্দেশ করুন – ষ+ণ।
১৪.পরের ই কার ও উ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?-অপিনিহিত ।
১৫.দুটি সমবর্গের একটির পরিবর্তনকে বলা হয় ? –বিষমীভবন।
১৬.একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় , তাকে কি বলে ?- অসমীকরণ ।
১৭.পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে?- প্রগত।
১৮.আশু>আউশ –এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ ? – অপিনিহিত ।
১৯.ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ? – পিশাচ = পিচাশ।
২০.বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়?- ধ্বনি বিপর্যয় ।
২১.লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?- ধ্বনি বিপর্যয় ।
২২.ব্যঞ্জণ বিকৃতির দৃষ্টান্ত – ধোরা > ধোপা ।
২৩.তৎ +হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?-সমীভবন ।
২৪. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য ?-তৎসম ।
২৫. মণিক্য শব্দের ণ বসেছে ণত্ব বিধানের কোন নিয়েমে ?-স্বভাবতই ণ হয় ।

    Power Grid Bangladesh PLC, entrusted with the resp[…]

    ১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র। ২. উদ[…]

    ১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০[…]

    ১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার । ২.বাক্যের ক্ষুদ্রতম[…]