Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7087
ব্যঞ্জনবর্ণ জনিত অক্ষর দ্বারাঃ-
ক—
কৈ মাছের প্রাণ= যা সহজে মরে না।
কাক ভূষণ্ডী= সম্পূর্ণ ভেজা/দীর্ঘজীবী।
কাকনিদ্রা= অগভীর সতর্ক নিদ্রা।
কাগুজে বাঘ= মিথ্যা জুজু।
কচু বনের কালাচাঁদ= অপদার্থ।
কেঁচে গণ্ডুষ= পুনরায় আরম্ভ।
কাছা ঢিলা= অসাবধান।
কানাকড়ি= কপর্দক।
কলুর বলদ= এক টানা খাটুনি।
তোদুরস্ত= পরিপাটি।
কানে খাটো= যে কম শুনতে পায়।
কেউকেটা= সর্বেসর্বা।
কূপমণ্ডুক= সীবাবদ্ধ জ্ঞান।
কাঁঠালের আমসত্ত্ব= অসম্ভব বস্ত।
কুল কাঠের আগুন= তীব্র জ্বালা।
কাঠের পুতুল= নির্জব/ অসার।
কংস মামা= নির্মম আত্মীয়।
কুনো-ব্যাঙ= সীমিত জ্ঞান।
কান ভারী করা= কুপরামর্শ দান।
কল্পে পাওয়া= পাত্তা পাওয়া।
কেবলা হাকিম= অনভিজ্ঞ।
কারো পৌষ মাস, কারও সর্বনাশ= কারো সুদিন, কারও দুর্দিন।
করাতের দাঁত= উভয় সংকট।
কলির সন্ধ্যা= দুঃখের আরম্ভ।
কুরুক্ষেত্র-কাণ্ড= প্রলয়ংকার ব্যাপার/প্রচণ্ড যুদ্ধ।
ক-অক্ষর গোমাংস= বর্ণ পরিচয়হীন।
খ—
খেজুরে আলাপ= অকাজের কথা।
খয়ের খাঁ= চাটুকার।
খোদার খাসি= হৃষ্টপুষ্ট ব্যক্তি
খণ্ড প্রলয়= তুমুল কাণ্ড।
গ—
গড্ডলিকা-প্রবাহ= অন্ধ অনুকরণ।
গায়ে পড়া= অযাচিত।
গো মূর্খ= নিরেট মূর্খ বা কাণ্ডজ্ঞানহীন।
গাছপাথর= নিসাবনিকাশ।
গৌরীসেনের টাকা= অফুরান্ত অর্থ।
গোবরে পদ্মফুল= নীচকুলে মহৎ ব্যক্তি।
গোবর গণেশ= মূর্খ।
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো= চিন্তাহীন লোক।
গৌরচন্দ্রিকা= ভূমিকা।
গোল্লায় যাওয়া= নষ্ট হওয়া।
গাছে কাঁঠাল গোঁফে তেল= প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
গোকুলের ষাঁড়= স্বেচ্ছাচারী/ভবঘুরে।
গোড়ায় গলদ= শুরুতে ভুল।
ঘ—
ঘটিরাম= অপদার্থ।
ঘা খাওয়া= কষ্ট পাওয়া।
ঘাটের মরা= অতি বৃদ্ধ।
ঘোড়ার ডিম= অলীক পদার্থ।
ঘু ঘু চড়ানো= সর্বনাশ সাধন।
চ—
চোখ কপালে তোলা= বিস্মিত হওয়া।
চোখের নেশা= রূপের মোহ।
চোখের বালি= চক্ষুশূল।
চোখের চামড়া= নির্লজ্জ।
চাঁদের হাট= প্রিয়জনের সমাগম।
চুনোপুটি= সামান্য লোক।
চিনির বলদ= ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়।
চিনির পুতুল= শ্রমকাতুরে।
চক্ষুদান করা= চুরি করা।
ছ—
ছ’ কড়া ন’ কড়া= সস্তা দর।
ছা পোষা= অত্যন্ত গরিব।
ছক্কা পাঞ্জা করা= লম্বা লম্বা কথা বলা।
ছুঁচোর কেত্তন= অবিরাম কলহ।
ছারখার হওয়া= ধ্বংস হওয়া।
ছিচ্‌কাঁদুনে= অল্পতেই কাঁদে এমন।
জ—
জগদ্দল পাথর= গুরুভার।
জিলাপির প্যাঁচ= কুটিলতা।
জগাখিচুড়ি পাকানো= গোলমাল বাধানো।
জলে কুমির ডাঙ্গায় বাঘ= উভয় সংকট।
ঝ—
ঝাঁকের কই= এক দলের লোক।
ঝিকে মেরে বৌকে শিখান= আভাসে শিক্ষা।
ঝোপ বুঝে কোপ মারা= অবস্থা বুঝে সুযোগ গ্রহণ।
ট—
টইটম্বুর= ভরপুর।
টনক নড়া= সচেতন হওয়া।
টীকাভাষ্য= দীর্ঘ আলোচনা।
ঠোঁটকাটা= স্পষ্টভাষী।
টক্কর দেওয়া= প্রতিযোগিতা করা।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]