Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#6251
১.সবুজ ফল পাকলে রঙিন হয় কীসের কারণে?
-জ্যান্থোফিলের উপস্থিতির কারণে।
২.কোষের প্রাণশক্তি বলা হয় কাকে?
-মাইটোকন্ড্রিয়াকে।
৩.জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি?
-ক্রোমোজোম।
৪.সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোনটিতে?
-লাল আলোতে।
৫.দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
-রক্তে হেপারিন থাকায়।
৬.প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
-জেনেটিক্স।
৭.কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
-হরগোবিন্দ খোরানা।
৮.সালোকসংশ্লেষণ বেশি হয় কীসের কারণে?
-২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস।
৯.মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-বিজ্ঞানী হেস।
১০.বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন কে?
-মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
১১.ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়?
-রেক্টিফায়ার হিসেবে।
১২.কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
-৪ ডিগ্রি সে.
১৩.জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়?
-উল্টো ও বিবর্ধিত।
১৪.টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোনটি?
-তড়িৎ শক্তি
১৫.নিচের কোনটিকে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
-ট্রান্সফর্মার।
১৬.পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ কী?
-পিকসেল
১৭.ঘর্ষণ, তাপ, রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় কোনটি?
-ইলেকট্রন।
১৮.নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে প্রধান দূষণকারী উপাদান কোনটি?
-SO3
১৯.জীব সংরক্ষণ ও পচন রোধের জন্য কোনটি ব্যবহৃত হয়?
-ফরমালিন।
২০.পিপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে?
-ফরমিক এসিড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]