Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7156
১. ভারতের কোন রাজ্য অতীতে মহীশূর নামে পরিচিত ছিল? কর্ণাটক.
২. জাপানের পুরাতন নাম? নিপ্পন।
৩. কোন দেশ কোন দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড।
৪. চীনের পুরাতন নাম কি? ক্যাথে।
৫. ফরমোজা কোন দেশের পূর্ব নাম? তাইওয়ান।
৬. কম্বোডিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? কম্পুচিয়া।
৭. ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত? মিয়ানমার।
৮. বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার করা হয়?১৯৮৯ সালে।
৯. ইরাকের প্রাচীন নাম কি? মেসোপটেমিয়া.
১০. পারস্যের বর্তমান নাম কি? ইরান.
১১. হল্যান্ড কোন দেশের পুরাতন নাম? নেদারল্যান্ড।
১২. ডয়েচল্যান্ড এর বর্তমান নাম কি? জার্মানি.
১৩. দ্য গল কোন দেশের প্রাচীন নাম? ফ্রান্স.
১৪. কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া? ইথিওপিয়া.
১৫. নামিবিয়ার পূর্ব নাম কি ছিল? দক্ষিণ পশ্চিম আফ্রিকা.
১৬. গোল্ড কোস্ট কোন দেশের পূর্ব নাম? ঘানা।
১৭. জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো? দক্ষিণ রোডেশিয়া।
১৮. জাম্বিয়াকে আগে কি নামে ডাকা হতো? উত্তর রোডেশিয়া।
১৯. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি? হেলভেটিয়া।
২০. হো চো মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল? সাইগন.
২১. ইস্তাম্বুলের পূর্ব নাম ? কনস্টান্টিনোপল.
২২. লেলিনগ্রাদ শহরের এর বর্তমান নাম কি? সেন্ট পিটার্সবার্গ.
২৩. সলসবেরির নতুন নাম কি ?হারারে।
২৪. কায়রো এর পূর্ব নাম? আল কাহিরা।
২৫. ঢাকা এর পূর্ব নাম? জাহাঙ্গীরনগর।
২৬. চট্টগ্রামের পূর্ব নাম? ইসলামাবাদ।
২৭. সিংহল কোন দেশের পূর্ব নাম? শ্রীলংকা।
২৮. সিঙ্গাপুর এর পূর্ব নাম কি? তুমাসিক।
২৯. দিল্লির পূর্ব নাম কি ছিল? হস্তিনাপুর.
৩০. বর্তমান চেন্নাই এর পূর্ব নাম? মাদ্রাজ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]