Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
By sakib
#7116
কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা
আইন পরিবর্ন করে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করে কাতার সরকার । ২০ মার্চ ২০২১ থেকে মেশটিতে ন্যূনতম মজুরি আইন কার্যকর হয় । নতুন আইনের আওতায় কাতারে কর্মরত শ্রমিকের মাসে ন্যূনতম ১০০০ কাতারি রিয়াল (২৭৫ মার্কিন ডলার) পাবেন , যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩,০০০ টাকা । একই সাথে মজুরির বাইরে প্রতি মাসে শ্রমিকের খাবার বাবদ ৩০০ রিয়াল ও আবাসন ব্যয় হিসেবে আরও ৫০০ রিয়াল পাবেন । তবে যেসব শ্রমিক মালিকপক্ষের কাছ থেকে খাবার ও আবাসন সুবিধা নেন , তারা প্রতি মাসে অতিরিক্ত এ ৮০০ রিয়াল পাবেন না ।
ইসরাইলের যুদ্ধপরাধ তদন্ত
ফিলিস্তিনের কাছ থেকে দখল করা ভূখণ্ডে ইসরাইলের যুদ্ধাপরাধ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) । ৩ মার্চ ২০২১ এ তথ্য নিশ্চিত করেন আদালতের চিফ প্রসিকিউটর ফাতৌ বেনসুদা । এ তদন্তে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল যুদ্ধাপরাধ করেছে কি-না তা খতিয়ে দেখা হবে । একই সাথে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দল হামাসের যুদ্ধাপরাধের অভিযোগও তদন্ত করা হবে ।
জেরুজালেমে কসোভা দূতাবাস চালু
১৪ মার্চ ২০২১ জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু কেরে ইউরোপিয়ান দেশ কসোভো । এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ফিলিস্তিন-ইসরাইলের সংঘাতের কেন্দ্র হিসেবে বিবেচিত এ শহরে নিজেদের দূতাবাস চালু করে দেশটি । ৪ সেপ্টেম্বর ২০২০ কসোভোকে স্বীকৃতি দেয় ইসরাইল । আর এ স্বীকৃতির বিনিময়েই জেরুজালেমে নিজেদের দূতাবাস চালু করে কসোভো ।
জাপানে একাকিত্ব মন্ত্রণালয়!
করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে জাপানে যত মানুষের মৃত্যু হয় , তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আত্মহত্যায় । জাপানে সাম্প্রতিককালে এ আত্মহত্যার হার বাড়ার কারণ হিসেবে মূলত মহামারি উদ্ভূত সামাজিক বিচ্ছিন্নতাকেই দায়ী করা হয় । এ সমস্যাকে স্বীকার করে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মানবিক বিচ্ছিন্নতা দূর করার জন্য ১২ ফেব্রুয়ারি ২০২১ তেতসুশি সাকামোতোকে নিয়োগ দেন । তিনি একাধিক মন্ত্রণালয় ও এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানুষের একাকিত্ব ও বিচ্ছিন্নতাবোধ কমানের কাজ করবেন । এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্য প্রথমবারের মতো একাকিত্ববিষয়ক মন্ত্রী নিযুক্ত করে ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]