Page 1 of 1

মানব সমাজের বিবর্তন ধারা

Posted: Sun May 02, 2021 2:42 pm
by sohelrana
১. পৃথিবীর আনুমানিক বয়স কত?
-৪৫০০ মিলিয়ন বছর (প্রায়)।
২. পৃথিবীর আনুমানিক বয়স কত ?
-৪৫০ কোটি বছর।
৩. প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল?
-৫ লক্ষ বছর পূর্বে।
৪. জাভা মানব কোথায় পাওয়া যায়?
-ইন্দোনেশিয়ায়।
৫. হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ?
-জার্মানিতে।
৬. প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কঙ্কাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়?
-ইথিওপিয়া।
৭. মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ?
-তামা।
৮. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ?
-লৌহ।

"সভ্যতা"
১. সংস্কৃতি হলো একটি -জীবন প্রণালী।
২. সংস্কৃতি বলতে কি বোঝায়?
-সার্বিক জীবনাচরণ।
৩. নিচের কোনটি সার্বজনীন সাংস্কৃতিক উপাদান নয়?
- ক) ভাষা খ) কম্পিউটার গ) সুনামি ঘ) বাসস্থান। (সুনামি)
৪. প্রাচীন সভ্যতা গুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব রেখেছিল?
-নদী।
৫. মানব সভ্যতার শুরু হয় কি দিয়ে ?
-আগুনের ব্যবহার থেকে।
৬. কোন সভ্যতার সবথেকে প্রাচীন ?
-মেসোপটেমিয়া।
৭. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
-টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
৮. সভ্যতা সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে?
-সুমেরীয়।
৯. মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ?
-ইরাক।
১০. দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে?
-মেসোপটেমীয় সভ্যতা।
১১. সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি ?
-মেসোপটেমীয়।
১১. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়।
১২. কিউনিফর্ম কি ?
-লিখন পদ্ধতি।
১৩. কোন সভ্যতায় প্রথম "চাকার "ব্যবহার প্রচলন হয়?
-সুমেরীয়।
১৪. 'Lunar Calendar ' was introduced by -Sumerians.
১৫. "ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান" কোন দেশে অবস্থিত?
-ইরাক।
১৬. কোন মহাকাব্য টি 'কিউনিফর্ম' লিপি তার রচিত?
-গিলগামেশ।
১৭. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়?
-ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে।
১৮. কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রীতে ভাগ করে?
- আসিরীয়রা।
১৯. নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় ?
-ক্যালডীয়।
২০. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ?
-ক্যালডীয়।
২১.সাত দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি?
-ক্যালডীয়।
২২. হাম্বুরাবি কে ছিলেন ?
আইন প্রণেতা।
২৩. ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে ?
-হাম্বুরাবি।
২৪. আইন সংক্রান্ত হাম্বুরাবি কোর্ট কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল? ব্যা
-বিলনীয় সভ্যতা।
২৫. কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিলো ?
-মেসোপটেমীয়।
২৬. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলন হয়?
-ব্যাবিলন।