Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
By tamim
#7068
"আরব ইসরাইল যুদ্ধ"
১. আরব ইসরাইল যুদ্ধ হয়েছে মোট কতবার?
- ৪ বার।
২. প্রথম আরব ইসরাইল যুদ্ধ
-১৯৪৮-৪৯সাল
৩. প্রথম আরব ইসরাইল যুদ্ধের ফলাফল?
-ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি প্রতিষ্ঠিত হলে ফিলিস্তিনিরা বাস্তুহারা হয় এবং গাজা ভূখণ্ড মিশর দখল করে।
৪. দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ এর কারণ?
-মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে সুয়েজ খাল সংকট তৈরি হয়। ফলে ২৯ শে অক্টোবর থেকে ৬ ই নভেম্বর ১৯৫৬ যুদ্ধ হয়।
৫. দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধের ফলাফল?
-সুয়েজ খালের ওপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং মিসরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের কে ক্ষমতাচ্যুত করা।
৬. তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ হয়?
- ৫ ই জুন ১৯৬৭ থেকে ১০ ই জুন ১৯৬৭(এটি ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত)।
৭. চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ হয়?
- ১৯৭৩ সালে।
৮. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
- তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ ১৯৬৭ সালে।
৯. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
- ১৯৯০ (প্রেসিডেন্ট সাদ্দাম এর নেতৃত্বে ২ আগস্ট ১৯৯০ ইরাক কুয়েত হামলা করে এবং মাত্র দুই দিনের মধ্যে সমগ্র কুয়েতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে )
১০. অপারেশন ডেজার্ট স্ট্রম বা মরুভূমির ঝড় বলতে কোন যুদ্ধকে বোঝায়?
-১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ (মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নেতৃত্বে পারস্য উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরান ও কুয়েতে বিমান হামলা শুরু করে)

"স্নায়ুযুদ্ধ"
১. স্নায়ুযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র সমূহের মধ্যকার টানাপোড়েনের নাম।
২. ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ু যুদ্ধের সমাপ্তি ঘটে।
৪. প্রথম বিশ্বের দেশ বলতে কাদের বোঝানো হতো?
-মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্র জোট যেমন যুক্তরাজ্য,ফ্রান্স, পশ্চিম জার্মানি ,জাপান, কানাডা।
৫. দ্বিতীয় বিশ্বের দেশ কাদের বোঝানো হতো?
-দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছিল সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির যেমন বুলগেরিয়া ,হাঙ্গেরী চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, পূর্ব জার্মানি ,রোমানিয়া
৬. তৃতীয় বিশ্ব নিরপেক্ষ রাষ্ট্র বলতে কাদের বোঝানো হতো?
- তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলো ছিল উন্নয়নশীল এবং পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলন
গড়ে তোলে।
৭. পশ্চিম ইউরোপে "ট্রুম্যান ডকট্রিন" কবে ঘোষণা করা হয়?
-১৯৪৭ সালে (ট্রুম্যান ডকট্রিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি,যার মূল লক্ষ্য ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা)
৮. OAS(organisation of American States) কোন অঞ্চলের জন্য গঠিত জোট?
-আমেরিকা ( লক্ষ্য ছিল আমেরিকান ব্লগে অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো সোভিয়েত কমিউনিজম প্রতিরোধ করা)

"NATO"
১. উত্তর আটলান্টিক চুক্তি মাধ্যমে কোন প্রতিষ্ঠান গঠিত হয়?
- NATO
২. প্রতিষ্ঠিত?
- ৪ ই এপ্রিল ১৯৪৯.
৩. এটি একটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা ই এর উদ্দেশ্য।
৪. সদস্য সংখ্যা?
-৩০ টি(সাতাশটি ইউরোপীয় ও তিনটি ইউরোপের বাইরে,ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র,কানাডা ও তুরস্ক)
৫. প্রতিষ্ঠাতা সদস্য?
- ১২ টি।
৬. সর্বশেষ সদস্য?
-উত্তর মেসিডোনিয়া ২৭/০৩/২০২০ তারিখে।
৭. সদর দপ্তর?
-ব্রাসেলস, বেলজিয়াম। ১৯৬৬ সাল পর্যন্ত সদরদপ্তর ছিল প্যারিস, ফ্রান্স।
৮. ফ্রান্স ১৯৬৬ সালে ন্যাটো ত্যাগ করে পুনরায় ২০০৯ সালে যোগ দেয়।
৯. ইউরোপের বাইরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন?
- ২০০৩ সালে আফগানিস্তানে ISAF মিশনে অংশগ্রহণ করে।
৭. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়াই কেবল মুসলিম দেশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]