Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6466
১.২০১৮ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ কাকে পরাজিত করেছিলেন?
-নাজিব রাজাক
২.কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল?
-১৯৯৮ সালের রোম সনদ
৩.জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত?
-ওকিনাওয়া
৪.রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের কোন রাজ্যে বাস করে?
-রাখাইন
৫.দি বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে আরো কী নামে ডাকা হয়?
-দ্য সিল্ক রোড ইকোনোমিক বেল্ট
৬.আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে?
-জিবুতি ।
৭.সম্প্রতি কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে?
-মার্কিন যুক্তরাষ্ট্র
৮.বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষ?
-মার্কিন যুক্তরাষ্ট্র।
৯.ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কী?
-আনসার আল্লাহ
১০.যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী?
-সাজিদ জাভিদ
১১.রাশিয়ার রাষ্ট্রপতি ভাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা?
-ইউনাইটেড রাশিয়া
১২.প্যারিস চুক্তি কী?
-জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা
১৩.লাতিন আমেরিকার কোন দেশটিতে সম্প্রতি দূর্ভিক্ষ দেখা দিয়েছে?
-ভেনিজুয়েলা
১৪.জাতিসংঘের মহাসচিব এন্টোনিয়ো গুতেরেসের নাগরিকত্ব কোনটি?
-পর্তুগিজ
১৫.কোন দেশটির সাথে সমুদ্রের যোগাযোগ নেই?
-ভুটান
১৬.কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
-নেপাল
১৭.বাব-আল মান্দেব সংযুক্ত করেছে –
-ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে
১৮.সম্প্রতি ভারেতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির নাম কী?
-স্ট্যাচু অব ইউনিটি
১৯.প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে –
-ব্রিটেনে
২০.কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি এডা কার কন্যা?
-বায়রন
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]