Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6047
১.রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
-কাবাডি
২.জাফনা দ্বীপটি কোথায় অবস্থিত?
-শ্রীলংকা।
৩.রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
-অক্সিজেন পরিবহন করা।
৪.ভূ-কম্পনের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম কী?
-সিসমোগ্রাফ।
৫.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত?
-WTO
৬.বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার কারী দেশ কোনটি?
-কিউবা।
৭.টেকসই উন্নয়ন অভীষ্ট গৃহীত হয় কত সালে?
-২৫ সেপ্টেম্বর ২০১৫।
৮.বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করাকে কী বলে?
-এপিকালচার।
৯.প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
-অ্যালুমিনিয়াম।
১০.বিগ অ্যাপল বলা হয় কোন শহরকে?
-নিউইয়র্ক।
১১.ব্রেক্সিট এর নতুন তারিখ নির্ধারিত হয় কত সালে?
-৩১ জানুয়ারি ২০২০।
১২.মিয়ানমারের বিরূদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন করেন কে?
-গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর মারি তাম্বাদু।
১৩.ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয় কত সালে?
-১২ ডিসেম্বর ২০১৯।
১৪.মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন কত সালে?
-১৮ ডিসেম্বর ২০১৯
১৫.ভারতীয় উপমহাদেশের প্রথম গোলাপি বলে ক্রিকেট খেলা হয় কোথায়?
-কলকাতার ইডেন গার্ডেনে।
১৬.বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
-আফগানিস্তান।
১৭.বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে ২০১৮ সালের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
-জাপান।
১৮.বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
-সিঙ্গাপুর।
১৯.বুগেনভিলের রাজধানীর নাম কী?
-বুকা।
২০.বর্তমানে ওপেক এর সদস্য সংখ্যা কতটি?
-১৩টি।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]