Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6037
১.NAM এর পূর্ণরূপ কী?
-Non-Aligned Movement.
২.কোন সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়?
-১৮-২৪ এপ্রিল ১৯৫৫ ইন্দোনেশিয়ার বান্দুং শহরে প্রথম আফ্রো-এশিয়া সম্মেলন অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
৩. NAM কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
-১৯৬১ সালে, বেলগ্রেড সম্মেলনে।
৪. NAM এর উদ্যোক্তা ছিলেন কারা?
-যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার প্রেসিডেন্ট কাওয়ামে, নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. সুকর্ন।
৫.কে পঞ্চশীল নীতি ঘোষণা করেন?
-ভারতের জওহরলাল নেহেরু ও চীনের চৌ এন লাই।
৬.কোন নীতির সাথে সঙ্গতি রেখে ন্যামের মূলনীতি প্রণীত?
-শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি।
৭. NAM এর মূলনীতি কয়টি?
-১০টি।
৮. NAM এর পর্যবেক্ষক দেশ ও সংস্থা কী কী?
-পর্যবেক্ষক দেশ ১৭টি। যথা:
১.আর্মেনিয়া
২.আর্জেন্টিনা
৩.বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
৪.ব্রাজিল
৫.চীন
৬.কোস্টারিকা
৭.কিরগিজিস্তান
৮.তাজিকিস্তান
৯.মেক্সিকো
১০.প্যারাগুয়ে
১১.সার্বিয়া
১২.মন্টিনিগ্রো
১৩.ইউক্রেন ও
১৪.উরুগুয়ে
১৫.ক্রোয়েশিয়া
১৬.এল সালভেদর
১৭.চীন
এছাড়া পর্যবেক্ষক সংস্থা ১০টি। যথা:
১.আফ্রিকান ইউনিয়ন
২.জাতিসংঘ
৩.ওআইসি
৪.আরব লীগ
৫.আফ্রো-এশিয়ান পিপলস সলিডারিটি সংস্থা
৬.কমনওয়েলথ
৭.সাউথ সেন্টার
৮.ওয়ার্ল্ড পিস কাউন্সিল
৯.কানাক সোস্যালিস্ট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট
১০.হস্তসিয়ান ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট।
৯. NAM এর বর্তমান চেয়ারম্যান কে?
-ইলহাম আলিয়েভ
১০. NAM এর প্রথম সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে?
-২৫ টি সদস্য ও ৩টি পর্যবেক্ষক দেশ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]