Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5925
১.প্রাচ্যের নিউজিল্যান্ড হিসেবে পরিচিত কোন দেশ?
-ভুটান।
২.বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৩.২০১৮ সালে বৈশ্বিক রেমিট্যান্স আহরণের বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
-ভারত।
৪.সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়?
-অসমীয়া।
৫.বাজার মূল্যে বিশ্বের শীর্ষ শেয়ার বাজার কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৬.শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-রণিল বিক্রমাসিংহে।
৭.জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-সালোম জুরাবিশভিলি।
৮.৪৫ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
-ফ্রান্স।
৯.ইউনেস্কো এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩।
১০.ওপেক এর বর্তমান সদস্য কত?
-১৪।
১১.সিন্ধু সভ্যতা কোন যুগের?
-তাম্র যুগের।
১২.কোন দেশে কোন লিখিত সংবিধান নেই?
-যুক্তরাজ্য।
১৩.জাপানের পার্লামেন্টের নাম কী?
-ডায়েট।
১৪.ভিয়েতনামের রাজধানীর নাম কী?
-হ্যানয়।
১৫.বান্দা আচেহ অবস্থিত কোথায়?
-ইন্দোনেশিয়ায়।
১৬.যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
-আব্রাহাম লিংকন।
১৭.বার্লিন দেয়ালের পতন ঘটে কত সালে?
-১৯৮৯ সালে।
১৮.কোন রাজার শাসনামলে ফরাসি বিপ্লব শুরু হয়?
-ষোড়শ লুই।
১৯.বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি?
-মেসোপটেমীয় সভ্যতা।
২০.তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
-কায়রো, মিসর।
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]