Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5074
১.তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়?
-দালাইলামা।
২.চীনের প্রধান উপজাতি কোনটি?
-হান ।
৩.চীনের সাথে কতটি দেশের স্থলসীমা রয়েছে?
-১৪টি।
৪.চীনের সর্বোচ্চ ক্ষমতার সংস্থা কোনটি?
-জাতীয় গণকংগ্রেস।
৫.বিশ্বের উচ্চতম রেলপথের নাম কী?
-কিংহাই-তিব্বত রেলপথ।
৬.পিপলস স্কোয়ার কোথায় অবস্থিত?
-চীনের সাংহাই।
৭.চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কবে?
-১ জানুয়ারি ১৯৭৯ সালে।
৮.চীনের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়েছে?
-সুজো শহর।
৯.চীনের মোট প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট কতটি?
-৩৪টি।
১০.বিশ্বের সর্বাধিক সেনাবাহিনী কোন দেশের?
-চীন।
১১.গ্রেট হল কোথায় কোথায় অবস্থিত?
-চীন।
১২.চীনের প্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
-উত্তর।
১৩.গণচীনের প্রতিষ্ঠাতা কে?
-মাও সে তুং।
১৪.উইঘুর হলো –
-চীনের মুসলিম সম্প্রদায়ের নাম।
১৫.উইঘুর মুসলিম সম্প্রদায় কোথায় বাস করে?
-চীনের জিনজিয়াং অঞ্চলে।
১৬.চীনের উইঘুরদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারীর নাম কী?
-রেবিয়া কাদির।

সিল্করোড
১.সিল্ক রোড কবে কার আমলে গড়ে উঠেছিল?
-খ্রি.পূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে।
২.সিল্ক রোড নতুন করে চালুর উদ্যোগ নেয় কোন দেশ?
-চীন।

বৈচিত্র্যময় রেকর্ডে চীন
১.বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের নাম কী?
-চীনা কমিউনিস্ট পার্টি।
২.আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-চীন।
৩.পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
-চীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]