Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5057
বিশ্বব্যাংক গোষ্ঠী
১.বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কবে?
-১৯৪৪ সালে।
২.বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বপ্নদ্রষ্টা কারা?
-জন মেনার্ড কেইনস, যুক্তরাজ্য ও হ্যারি ডেক্সটার হোয়াইট, যুক্তরাষ্ট্র।
৩.বিশ্ব ব্যাংক প্রথম কোন দেশকে ঋণ দেয়?
-ফ্রান্স।
৪.প্রথম কবে ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে?
-২৭ ডিসেম্বর ১৯৪৫।
৫.কতটি দেশ ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে?
-২৯টি দেশ।
৬.বিশ্বব্যাংক কবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
-২৫ জুন ১৯৪৬ সালে।
৭.ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয় কোন সংস্থাগুলোকে?
-বিশ্বব্যাংক ও এমআইএফ-কে।
৮.বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ করা হয় কোন দেশ থেকে?
-যুক্তরাষ্ট্র।
৯.বিশ্বব্যাংকের সর্বাধিক চাঁদা প্রদানকারী দেশ কোনগুলো?
-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ফ্রান্স।
১০.বিশ্বব্যাংকের শীর্ষ অংশীদারী দেশ কোনগুলো?
-যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত।
১১.বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা কতটি?
-৫টি।
১২.বিশ্বব্যাংক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৫ সালে।
১৩.বিশ্বব্যাংকের দুর্নীতি বিরোধী ইউনিটের নাম কী?
-ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি।
১৪.বিশ্বব্যাংকের বার্ষিক প্রকাশনা কী কী?
-বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ও ডুয়িং বিজনেস।
১৫.বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে?
-ইগুনে মেয়ার।
১৬.বিশ্বব্যাংকের বতংমান প্রেসিডেন্ট কে?
-ডেভিড ম্যালপাস।

পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
১.IBRD এর পূর্ণরূপ কী?
-International Development Association.
২.পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন?
-১৯৪৪ সালে।
৩. পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক এর কার্যক্রম শুরু হয় কখন?
-১৯৪৬ সালে।
৪. IBRD এর সদর দপ্তর কোথায়?
-ওয়াশিংটন ডিসি।
৫. IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৮৯টি।
৬. IBRD এর ১৮৯ তম সদস্য দেশ কোনটি?
-নাউরু।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]