Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5056
১.পরিবেশ কাকে বলে?
-আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ।
২.ভিয়েনা কনভেনশন কী?
-জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন।
৩.ভিয়েনা কনভেনশন কবে গৃহীত হয়?
-২২ মার্চ ১৯৮৫ সালে।
৪.কোথায় গৃহীত হয়?
-ভিয়েনা, অস্ট্রিয়া।
৫.ভিয়েনা কনভেনশন কার্যকর হয় কত সালে?
-২২ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
৬.জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন কী?
-জৈববৈচিত্র্য সংরক্ষণ, এর উপাদানসমূহের টেকসই ব্যবহার বৃদ্ধি এবং জেনেটিক রিসোর্স ব্যবহার বিষয়ক কনভেনশন।
৭.জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
-৫ জুন ১৯৯২ সালে।
৮.কোথায় স্বাক্ষরিত হয়?
-রিও ডি জেনেরিও, ব্রাজিল।
৯.মন্ট্রিল প্রটোকল কী?
-বায়ুমন্ডলে স্ট্রাটোস্ফিয়ারিক স্তরে অবস্থিত ওজনস্তরকে রক্ষা বিষয়ক প্রটোকল।
১০.মন্ট্রিল প্রটোকল কবে গৃহীত হয়?
-১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে।
১১.মন্ট্রিল প্রটোকল কোথায় গৃহীত হয়?
-মন্ট্রিল, কানাডা।
১২.বাসেল কনভেনশন কী?
-বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
১৩.বাসেল কনভেনশন কবে গৃহীত হয়?
-২২ মার্চ ১৯৮৯ সালে।
১৪.বাসেল কনভেনশন কোথায় গৃহীত হয়?
-বাসেল, সুইজারল্যান্ড।
১৫.জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত রূপরেখা কনভেনশন কী?
-বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘ কনভেনশন।
১৬.কিয়োটো প্রটোকল কি?
-ভূমন্ডলের তাপবৃদ্ধি ও আবহমন্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
১৭.কিয়োটো প্রটোকল কত সালে গৃহীত হয়?
-১১ ডিসেম্বর ১৯৯৭।
১৮.কিয়োটো প্রটোকল কোথায় গৃহীত হয়?
-কিয়োটো, জাপান।
১৯.কার্টাগেটা প্রটোকল কবে গৃহীত হয়?
-২৯ জানুয়ারি ২০০০ সালে।
২০.কোথায় গৃহীত হয়?
-মন্ট্রিল, কানাডা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]