Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4996
আফগানিস্তান
১.আফগানিস্তানের প্রধান বা রাষ্ট্র ধর্ম কী?
-ইসলাম।
২.আফগানিস্তানের জনক কে?
-মোহাম্মদ জহির শাহ।
৩.প্রথম রাষ্ট্রপতি কে?
-মোহাম্মদ দাউদ খান।
৪.আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
-প্রেসিডেন্সিয়াল প্যালেস।
৫.আফগানিস্তানের সোভিয়েত যুদ্ধের সময়কাল কত?
-২৪ ডিসেম্বর ১৯৭৯-১৫ ফেব্রুয়ারি ১৯৮৯।
৬.আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থার নাম কী?
-বখতার নিউজ এজেন্সি।
৭.আফগানিস্তানের প্রদেশ কতটি?
-৩৪টি।
৮.আফগানিস্তানের উল্লেখযোগ্য জাতি ও উপজাতি কী কী?
-পশতুন, তাজিক, হাজারা, উজবেক, তুর্কমেন, বালুচ।
৯.আফগানিস্তানের তালেবান প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৯৪ সালে।
১০.ইঙ্গ-মার্কিন যৌথবাহিনী আফগানিস্তানে হামলা শুরু করে কবে?
-৭ অক্টোবর ২০০১ সালে।
১১.আফগানিস্তানের তালেবান সরকারের পতন হয় কবে?
-১২ নভেম্বর ২০০১ সালে।
১২.আফগানিস্তানের তালেবান বাহিনী কাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছিল?
-বুরহানউদ্দিন রব্বানীকে।
১৩.আফগানিস্তানের শেষ বাদশা জহির শাহকে নির্বাসনে পাঠানো হয়েছিল কোন দেশে?
-ইতালি।
১৪.আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
-১৭ জুলাই ১৯৭৩ সালে।
১৫.জহির শাহকে বিতাড়িত করে কে ক্ষমতায় আসেন?
-দাউদ খান।
১৬.আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন কে?
-দাউদ খান।
১৭.আফগানিস্তানের শেষ বাদশাহ কে?
-মোহাম্মদ জহির শাহ ।
১৮.পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
-আফগানিস্তান।
১৯.কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
-১৯৮৯ সালে।
২০.কোন দেশটিতে বর্তমানে ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে?
-আফগানিস্তান।
২১.আফগানিস্তান কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
-পশতুন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]