Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4935
বিমসটেক
১.বিমসটেক গঠনের লক্ষ্যে প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
-৬ জুন ১৯৯৭ সালে।
২.বিমসটেক এর সদর দপ্তর কোথায়?
-ঢাকা, বাংলাদেশ।
৩.বিমসটেক কোন ধরনের সংগঠন?
-অর্থনৈতিক ।
৪.বিমসটেক এর বর্তমান সদস্য দেশ কতটি?
-৭টি।
৫.বিমসটেক এর প্রধান মহাসচিব কে?
-সুশিথ নাকানদাল, শ্রীলংকা।

বিমসটেক এর শীর্ষ সম্মেলন
সম্মেলন – স্থান – সময়কাল
প্রথম – ব্যাংকক, থাইল্যান্ড – ৩১ জুলাই ২০০৪
দ্বিতীয় – নয়াদিল্লি, ভারত – ১৩ নভেম্বর ২০০৮
তৃতীয় – নাইপিদো, মিয়ানমার – ১-৪ মার্চ ২০১৪
চতুর্থ – কাঠমান্ডু, নেপাল – ৩০-৩১ আগস্ট ২০১৮

বেনেলাক্স
১.বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৫ সেপ্টেম্বর ১৯৪৪ সালে।
২.বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৪ ফেব্রুয়ারি ১৯৫৮ সালে।
৩.বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি কার্যকর হয় কবে?
-১ নভেম্বর ১৯৬০ সালে।
৪.বেনেলাক্সকে আরো কার্যকর করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৭ জুন ২০০৮ সালে।
৫.বেনেলাক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ব্রাসেলসে, বেলজিয়াম।
৬.বর্তমানে বেনেলাক্স এর সদস্য দেশ কতটি?
-৩টি।

ইকো
১.ECO এর পূর্ণরূপ কী?
-Economic co-operation Organization.
২. ECO কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৮৫ সালে।
৩. ECO কোথায় প্রতিষ্ঠিত হয়?
-তেহরানে।
৪. ECO এর সদর দপ্তর কোথায়?
-তেহরান, ইরান।
৫. ECO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১০টি।
৬. ECO এর বর্তমান মহাসচিব কে?
-হাদি সোলেইমানপুত্তর, ইরান ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]